নয়া দিল্লি: শুরু থেকেই মোদী সরকারের মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন উত্তর-পূর্বের বিজেপি নেতা কিরেণ রিজিজু (Kiren Rijiju)। বিভিন্ন মন্ত্রকের দায়িত্ব সামলেছেন তিনি। নেচে গেয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল দেশের আইনমন্ত্রী (Law Minister) রিজিজু। কিছুদিন আগেই একটি অনুষ্ঠানে গান গেয়ে ভাইরাল (Viral) হয়েছিলেন তিনি। এবার পা মেলালেন নাচের তালে। অরুণাচলের (Arunachal Pradesh) গ্রামে আঞ্চলিক সুরে তাল মিলিয়ে নেচেছেন তিনি। মন্ত্রীর সেই ভিডি্যো চোখ এড়াল না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও (Narendra Modi)। তিনিও মন্ত্রীর নাচের প্রশংসা করে টুইট (Tweet) করেছেন।
নিজের টুইটার হ্যান্ডেলে একটি ভিডিয়ো পোস্ট করেছেন কিরেন রিজিজু। সেখানে দেখা যাচ্ছে, আঞ্চলিক কোনও সুরের ছন্দে পা মেলাচ্ছেন গ্রামের বাসিন্দারা। আর সেই তালে পা মেলাতে পিছপা হলেন না রিজিজুও। তিনি জানিয়েছেন, এটি অরুণাচ প্রদেশের কাজালাং গ্রাম। সেখানে বিবেকানন্দ কেন্দ্র বিদ্যালয় তৈরির একটি প্রজেক্ট চলছে। আর সেই প্রজেক্ট পরিদর্শন করতেই ওই গ্রামে গিয়েছিলেন তিনি। রিজিজু আরও জানিয়েছেন, ওই গ্রামের রীতি হল লোকগান আর নাচে অতিথিদের অভ্যর্থনা জানানো। সেই রীতি মেনেই চলছিল নাচ-গান। আর তাতেই অংশ নেন তিনি।
Our Law Minister @KirenRijiju is also a decent dancer!
Good to see the vibrant and glorious culture of Arunachal Pradesh… https://t.co/NmW0i4XUdD
— Narendra Modi (@narendramodi) September 30, 2021
তাঁর এই ভিডিয়ো প্রকাশ্যে আসার কিছুক্ষণের মধ্যেই ভা ভাইরাল হয়ে যায়। ঘণ্টা কয়েকের মধ্যেই সেই ভিডিয়োটি রিটুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি প্রশংসা করেছেন কিরেণ রিজিজুর। ট্যুইটে মোদী লেখেন, ‘আমাদের আইনমন্ত্রী কিরেণ রিজিজু একজন ভাল নৃত্যশিল্পীও।’ একইসঙ্গে তিনি লেখেন, অরুণাচল প্রদেশের মানুষের এই গৌরবময় সংস্কৃতি দেখে ভালো লাগছে।’
মন্ত্রী হয়েও সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন রিজিজু। কখনও গান গেয়ে, কখনও শরীর চর্চার ভিডিয়ো পোস্ট করে ভাইরাল হয়েছেন তিনি। কিছুদিন আগেই একটি ভিডিয়োতে কিশোরের কুমারের একটি গান শোনা আয় তাঁর গলায়। সেখানে তিনি জানিয়েছিলেন, অরুণাচল প্রদেশে সিভিল সার্ভিস অফিসারদের ট্রেনিং শেষ হওয়ার পর এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর সেই হবু অফিসারদের অনুরোধেই গান গেয়েছিলেন তিনি। তাঁর গাওয়া সেই গানে মুগ্ধ হয়ে যান সবাই। অনেকেই বলেন রিজিজু একেবারে পেশাদার গায়কদের মতোই গেয়েছেন। ‘ইয়ারানা’ ছায়াছবির বিখ্যাত গান ‘তেরে জাইসা ইয়ার কাহান’ শোনা যায় তাঁর কন্ঠে।লাগে তাঁর গান সবার।
আরও পড়ুন: India Corona Update: রাতারাতি ১০ হাজার সংক্রমণ বৃদ্ধি! নিয়ন্ত্রণে আসছে না মহারাষ্ট্র, তামিলনাড়ু
শুধু নাচ-গান নয়, ফিটনেসের ক্ষেত্রেও যথেষ্ট মনোযোগী রিজিজু। মাঝে মধ্যেই টুইটা বা ইনস্টাগ্রামে কিছু ভিডয়ো তিনি পোস্ট করেন, যেখানে দেখা যায় কতটা নিষ্ঠাভরে জিমে বা বাড়িতে শরীরচর্চা করছেন তিনি। দেশের যুব সমাজকেও সে ক্ষেত্রে শরীরচর্চায় উৎসাহ দেন তিনি।
আরও পড়ুন: Cyclone Shaheen: ‘গুলাবের’ পর এ বার শক্তি বাড়াচ্ছে ‘শাহিন’, আছড়ে পড়বে কি বাংলায়?