Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Narendra Modi: সম্মান প্রদানে দল দেখেনি NDA, প্রণব মুখোপাধ্যায়কে ভারতরত্ন দেওয়ার প্রসঙ্গ তুললেন মোদী

Narendra Modi: শুধু প্রণব মুখোপাধ্যায়ই নন, বিরোধী মনোভাবাপন্ন একাধিক রাজনৈতিক দলের নেতাদেরও সম্মান প্রদানের কথাও মনে করিয়ে দেন মোদী।

Narendra Modi: সম্মান প্রদানে দল দেখেনি NDA, প্রণব মুখোপাধ্যায়কে ভারতরত্ন দেওয়ার প্রসঙ্গ তুললেন মোদী
ফাইল ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Jul 18, 2023 | 11:29 PM

নয়া দিল্লি: লোকসভা নির্বাচনের আগে শরিক দলগুলিকে নিয়ে বিজেপির বৈঠকের আলাদা তাৎপর্য ছিল। বিশেষত বিরোধী দলগুলি যখন বেঙ্গালুরুতে বসে জোটের নতুন নামকরণ করে ফেললেন, তখন নরেন্দ্র মোদীও চাঁচাছোলা ভাষায় বুঝিয়ে দিলেন, এনডিএ-ই এখনও শেষ কথা। বৈঠক শেষে দেশকে রাজনীতির উর্ধ্বে রেখে কীভাবে এনডিএ তাদের লক্ষ্যে এগিয়ে যায়, সে কথাই বোঝাচ্ছিলেন মোদী। সেই প্রসঙ্গেই প্রাক্তন রাষ্ট্রপতি তথা দীর্ঘদিনের কেন্দ্রীয় মন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের কথা বলেন মোদী।

নরেন্দ্র মোদীর দাবি, বর্তমানে বিরোধীদের লক্ষ্যই হল কেন্দ্রীয় সরকার সম্পর্কে কটুক্তি করা আর অপমান করা। তিনি উল্লেখ করেন, এনডিএ যখন বিরোধী জোট হিসেবে ছিল, তখনও দেশের উন্নয়নকে সবসময় রাজনীতির উপরে রাখা হয়েছিল। নরেন্দ্র মোদী বলেন, এনডিএ সরকারই প্রণব দা-কে ভারতরত্ন দিয়েছিল। তিনি চিরকাল কংগ্রেস করেছেন জেনেও আমাদের কোনও সঙ্কোচ বোধ হয়নি। শুধু প্রণব মুখোপাধ্যায়ই নন, বিরোধী মনোভাবাপন্ন একাধিক রাজনৈতিক দলের নেতাদেরও সম্মান প্রদানের কথাও মনে করিয়ে দেন মোদী। উদাহরণস্বরূপ তিনি উল্লেখ করেন, মুলায়ম সিং যাদব, শরদ পাওয়ার, তরুণ গগৈ, গুলাম নবি আজাদের মতো নেতাদের পদ্ম সম্মান দেওয়া হয়েছে। দেশসেবায় তাঁদের যে অবদান, তাকে স্বীকৃতি দিতেই এই সম্মান দেওয়া হয়েছিল বলে মন্তব্য করেন মোদী।

নরেন্দ্র মোদী আরও উল্লেখ করেন, এনডিএ যখন বিরোধী দল হিসেবে ছিল, তখনও দেশের উন্নয়নে কখনও বাধা হয়ে দাঁড়ায়নি তারা। আর আজ যে সব রাজ্য বিজেপি বিরোধী দল শাসন ক্ষমতায় আছে, সেখানে কেন্দ্রের একাধিক যোজনা কার্যকর হতে দেওয় না। মোদীর মতে, কেন্দ্রের যোজনায় গরিব মানুষ যদি উপকৃত হয়, সেই ভয়েই এমনটা করে থাকে বিরোধী দলগুলি। আয়ুস্মান ভারতের মতো স্কিম কার্যকর করার জন্য অনেক রাজ্যকে চিঠি লিখতে হয়েছিল বলেও উল্লেখ করেন মোদী।