নয়া দিল্লি: দিল্লিতে আন্দোলন চালাচ্ছেন কৃষকরা। এর মধ্যেই আগামিকাল মধ্য প্রদেশে কৃষকদের মুখোমুখি হবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর বক্তব্য ভিডিয়ো সম্প্রচারের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে ২৩ হাজার গ্রামে।
গত ২০ দিনেরও বেশি সময় ধরে সিঙ্ঘু সীমান্তে আন্দোলন (Farmers Protest) চালিয়ে যাচ্ছেন হাজার হাজার কৃষক। এর আগে একাধিকবার কেন্দ্রের সঙ্গে কৃষক নেতাদের বৈঠক হলেও কোনও রফাসূত্র মেলেনি। কৃষি আইন প্রত্যাহারের দাবিতে অনড় কৃষকরা। সেখানে প্রধানমন্ত্রীও বারবার কৃষি আইনের সমর্থনে সুর চড়িয়েছেন। কৃষি আইনে লাভ হবে কৃষকদেরই, একথাও জানিয়েছেন তিনি।
এর আগে বিজেপি শাসিত গুজরাটে কৃষকদের মুখোমুখি হয়েছিলেন নরেন্দ্র মোদী। এবার ফের বিজেপি শাসিত মধ্য প্রদেশের কৃষকদের উদ্দেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। গতকালই ‘কৃষক আন্দোলনে সরকারের অন্যায়ের’ প্রতিবাদে আত্মঘাতী হয়েছেন শিখ সন্ত বাবা রাম সিং। চিঠিতে লিখেছেন “কৃষকদের বিরুদ্ধে সরকারের অন্যায় সহ্য” করতে না পেরেই আত্মঘাতী হয়েছেন তিনি।
আরও পড়ুন: জোরাল হচ্ছে কৃষক-শক্তি, আন্দোলনকারীদের পাশে ‘আত্মঘাতী’ অন্নদাতাদের পরিবার
এর আগে সারা ভারত বনধের ডাক দিয়েছিলেন কৃষক নেতারা। যেখানে সমর্থন জানিয়েছিল প্রায় সব বিরোধীরা। তারপর সারা ভারত অনশনেও বসেছিলেন কৃষকরা। কৃষক আন্দোলনের সমর্থনে জনআন্দোলনেরও হুঁশিয়ারি দিয়েছেন অশীতিপর অন্না হাজারে। কিন্তু এতকিছুর পরেও সুর নরম হয়নি কেন্দ্রের। আগামিকাল প্রধানমন্ত্রী কী বার্তা দেন এটাই এখন দেখার।