National Database: জঙ্গিদমন ও সন্ত্রাসে অর্থায়ন রুখতে বড় পদক্ষেপ কেন্দ্রের, তৈরি হচ্ছে জাতীয় ডেটাবেস

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

May 07, 2022 | 4:12 PM

Union Home Ministry: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কথায়, "কেন্দ্রীয় সরকার শীঘ্রই হাওয়ালা লেনদেন, সন্ত্রাসের অর্থায়ন, জাল টাকা, মাদক দ্রব্য, বোমা, অবৈধ অস্ত্র চোরাচালান এবং জঙ্গি কর্মকাণ্ডকে সমর্থন করতে পারে, এমন অন্যান্য কার্যকলাপের উপর নজর রাখার জন্য একটি জাতীয় ডেটা বেস তৈরি করা হবে।"

National Database: জঙ্গিদমন ও সন্ত্রাসে অর্থায়ন রুখতে বড় পদক্ষেপ কেন্দ্রের, তৈরি হচ্ছে জাতীয় ডেটাবেস
ছবি: সংবাদ সংস্থা

Follow Us

নয়া দিল্লি : স্বরাষ্ট্র মন্ত্রকের বড় উদ্যোগ। সন্ত্রাস ও সন্ত্রাসের অর্থায়ন (Terrorism and Terror Funding) সহ সাতটি ক্ষেত্রে দমন করার জন্য একটি “জাতীয় ডেটা বেস” (National Data Base) তৈরি করা শুরু হয়ে গিয়েছে বলে সূত্রে মারফত জানা গিয়েছে। এনআইএ শীঘ্রই এই সংক্রান্ত ডাটাবেস প্রস্তুত করবে। অন্যান্য সংস্থাগুলির সঙ্গেও এই নিয়ে বৈঠক চলছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah) গত মঙ্গলবার এই বিষয়ে জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, “কেন্দ্রীয় সরকার শীঘ্রই হাওয়ালা লেনদেন, সন্ত্রাসের অর্থায়ন, জাল টাকা, মাদক দ্রব্য, বোমা, অবৈধ অস্ত্র চোরাচালান এবং জঙ্গি কর্মকাণ্ডকে সমর্থন করতে পারে, এমন অন্যান্য কার্যকলাপের উপর নজর রাখার জন্য একটি জাতীয় ডেটা বেস তৈরি করা হবে।” গত মঙ্গলবার বেঙ্গালুরুতে ন্যাশনাল ইন্টেলিজেন্স গ্রিড-এর উদ্বোধন করার সময় জাতীয় ডেটাবেসের ভূমিকা সম্পর্কে জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

অমিত শাহ আরও বলেছিলেন, “নিরাপত্তার ক্ষেত্রে প্রয়োজনীয়তার দিকটি উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়েছে। বিশ্বস্ত সূত্র থেকে প্রাপ্ত তথ্যে স্বয়ংক্রিয়, নিরাপদ এবং তাৎক্ষনিক প্রতিক্রিয়ার জন্য নিরাপত্তা সংস্থাগুলির প্রয়োজন অপরিহার্য।” উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার প্রথম দিন থেকেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এই পরিস্থিতিতে জাতীয় ডেটাবেস তৈরি হয়ে গেলে গুরুত্বপূর্ণ তথ্যের ক্ষেত্রে প্রতিবন্ধকতা দূর করার ক্ষেত্রে এটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে বলেই মনে করা হচ্ছে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে সন্ত্রাসবাদ দমনে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছে ভারত সরকার। সার্জিক্যাল স্ট্রাইক হোক, বা এয়ার স্ট্রাইক… প্রতি সময়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে ভারত – সন্ত্রাসবাদকে কোনওভাবেই বরদাস্ত নয়। সাম্প্রতিক অতীতে বার বার পাকিস্তানকে সন্ত্রাসবাদ ইস্যুতে কড়া বার্তা দিয়েছে ভারত। এমনকী আন্তর্জাতিক দরবারেও পাকিস্তানকে তুলোধনা করা হয়েছে। এই পরিস্থিতিতে জাতীয় নিরাপত্তায় আরও নজর দিচ্ছে ভারত সরকার। এবার সন্ত্রাসবাদ দমন এবং জঙ্গি কার্যকলাপে মদত দেওয়ার ঘটনা রুখতে জাতীয় ডেটাবেস তৈরি করছে ভারত।

Next Article