Indian Rail: আর কি শোনা যাবে না ট্রেনের হর্ন? বড় সিদ্ধান্ত গ্রিন ট্রাইব্যুনালের

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Apr 25, 2023 | 8:58 AM

Indian Rail horn: আজমেরের কয়েকটি কলোনির বাসিন্দারা ট্রেনে হর্ন ব্যবহারের কারণে শব্দ দূষণ হচ্ছে বলে দাবি করে একটি পিটিশন দাখিল করেছিল এবং এটি নিষিদ্ধ করার দাবি তুলেছিল। কী জানালো ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল?

Indian Rail: আর কি শোনা যাবে না ট্রেনের হর্ন? বড় সিদ্ধান্ত গ্রিন ট্রাইব্যুনালের
ট্রেনের হর্ন বাজানো নিয়ে আপত্তি তুলেছিলেন আজমেরের কিছু মানুষ

Follow Us

নয়া দিল্লি: ট্রেন ছাড়ার আগে এবং অন্যান্য বেশ কিছু সময়ে, মানুষকে সতর্ক করার জন্য হর্ন বাজানো হয়। আজমেরের কয়েকটি কলোনির বাসিন্দারা ট্রেনে হর্ন ব্যবহারের কারণে শব্দ দূষণ হচ্ছে বলে দাবি করে একটি পিটিশন দাখিল করেছিল এবং এটি নিষিদ্ধ করার দাবি তুলেছিল। কিন্তু, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল বা এনজিটি সাফ জানিয়েছে, ট্রেন চলাচলের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই হর্ন বাজানো নিষিদ্ধ করা যাবে না।

পিটিশনে শব্দ দূষণ বিধি ২০০০ উল্লেখ করা হয়েছে

ট্রেনের হর্ন ব্যবহারের কারণে শব্দ দূষণ হচ্ছে। এমনটাই দাবি করেছিল আজমেরের কয়েকটি কলোনির বাসিন্দারা। আবেদনে বলা হয়, এটি ২০০০ সালের শব্দ দূষণ বিধিমালা (প্রতিরোধ ও নিয়ন্ত্রণ) লঙ্ঘন করছে। এর জন্য তাদের চরম ভোগান্তি হচ্ছে। এই আবেদনের শুনানি করার সময়, এনজিটি চেয়ারপার্সন বিচারপতি আদর্শ কুমার গোয়েলের নেতৃত্বাধীন প্রিন্সিপাল বেঞ্চ আবেদনটি খারিজ করে দিয়েছেন।

ট্রেনের হর্ন নিষিদ্ধ করা যাবে না: এনজিটি

বিচারপতি আদর্শ কুমার গোয়েলের নেতৃত্বাধীন প্রিন্সিপাল বেঞ্চ বলেছে যে, একটি শব্দমুক্ত পরিবেশ প্রয়োজন। তবে, অন্য কোনও বিকল্পের অভাবে প্রয়োজনীয় কার্যক্রমও চালিয়ে যেতে হবে। এমন অবস্থায় ট্রেনের হর্ন নিষিদ্ধ করা যাচ্ছে না। তবে যে ‘সিটি কোড’ রয়েছে, তা অনুযায়ী হর্ন বাজানো প্রয়োজন।

ট্রেনের হর্ন নিষিদ্ধ করার আবেদন খারিজ

ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল বলেছে, দেশের জনসংখ্যার কথা বিবেচনা করে ভারতীয় রেলওয়ে প্রচুর সংখ্যক ট্রেন চালায়। এত বিপুল পরিমাণ ট্রেন পরিচালনার ক্ষেত্রে কোনও গোলমাল বাঞ্ছনীয় নয়। তার জন্য হর্ন বাজানোও প্রয়োজনীয়। তাই, এই আবেদন খারিজ করা হল।

Next Article