আরও মজবুত হল গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, এনবিএফের স্ব-নিয়ন্ত্রিত সংস্থাকে স্বীকৃতি কেন্দ্রের

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Aug 23, 2021 | 1:40 PM

এনবিএফের সাধারণ সম্পাদক আর জয়কৃষ্ণা বলেন, "টিভিতে খবর সম্প্রচারের ক্ষেত্রে সর্বপ্রথম আমরাই এই স্বীকৃতি পাওয়ায় আমরা অত্যন্ত গর্ববোধ করছি। আমাদের উপর বিশ্বাস ও ভরসা রাখার জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রককে ধন্যবাদ।"

আরও মজবুত হল গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, এনবিএফের স্ব-নিয়ন্ত্রিত সংস্থাকে স্বীকৃতি কেন্দ্রের
ফাইল চিত্র।

Follow Us

নয়া দিল্লি: বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের (Information and Broadcast Ministry)। নিউজ ব্রডকাস্টার ফেডারেশন(News Broadcaster Federation)-র স্ব-নিয়ন্ত্রিত সংস্থা (Self Regulatory Body)-কে স্বীকৃতি দিল তথ্য ও সম্প্রচার মন্ত্রক। এই স্বীকৃতি পাওয়ায় পর এনবিএফ(NBF)-ই দেশের একমাত্র কেন্দ্রীয় সরকারের অনুমোদনপ্রাপ্ত সংস্থায় পরিণত হল।

কেন্দ্রীয় সরকারের তরফে সংবাদ মাধ্যমগুলির জন্য যে নীতি-নির্দেশিকা স্থির করে দেওয়া হয়েছে, তার প্রতিটি শর্ত পূরণ করায় এনবিএফকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে। সংস্থার তরফেও স্বচ্ছতা, বিশ্বাসযোগ্যতা ও স্ব-সাসনের নীতি মেনে কাজ পরিচালন করা হবে বলে জানানো হয়েছে।

দেশের সবথেকে বড় সংবাদ পরিবেশক সংস্থার মধ্যে অন্যতম হল এনবিএফ। একাধিক সংবাদমাধ্যম ও স্টেকহোল্ডারদের সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছেন তারা। এনবিএফের প্রফেশনাল নিউজ ব্রডকাস্টার্স স্ট্যান্ডার্ড অথরিটি (Professional News Broadcasters Standard Authority)-ও কেন্দ্রের কাছ থেকে স্বীকৃতি পাওয়ায় নিয়ামক সংস্থার তরফে স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতার উপর ভিত্তি করে একটি নতুন কার্যপদ্ধতি আনার পরিকল্পনা করা হচ্ছে, যা গোটা সংবাদ জগতেই পরিবর্তনের জোয়ার আনতে পারে।

কেন্দ্রের স্বীকৃতি পাওয়ার পর এনবিএফের সভাপতি অর্ণব গোস্বামী বলেন, ,”আমি এনবিএফের সকল সদস্যকে ধন্যবাদ জানাতে চাই, যারা নিরন্তর পরিশ্রম করে এই দিনটিকে বাস্তব করে তুলেছেন। গণতন্ত্রকে শক্তিশালী করতে এবং তাকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে বিশেষ ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সংবাদ মাধ্যমগুলি। মিডিয়ার নিজস্ব নীতি-আইনের কাঠামোকে শক্তিশালী করা এই লক্ষ্যের দিকেই বড় একটি পদক্ষেপ। এই লক্ষ্যেই এনবিএফ সর্বক্ষণ কাজ চালিয়ে যাচ্ছে। এনবিএফের গণতান্ত্রিক নীতি এবং দেশের প্রতিটি কোণায় ছড়িয়ে থাকা নেটওয়ার্কই সংস্থার গর্বের অন্যতম কারণ। বিভিন্ন ভাষা, বিভিন্ন ধরনের দর্শক থাকলেও, ভারতের গণতন্ত্রে সংবাদমাধ্যমের স্তম্ভকে শক্তিশালী করার প্রচেষ্টাই সাফল্য এনে দিয়েছে। সংবাদমাধ্যমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে আগামিদিনেও কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সঙ্গে কাজ করার বিষয়ে আশাবাদী আমরা।”

এনবিএফের সাধারণ সম্পাদক আর জয়কৃষ্ণা বলেন, “টিভিতে খবর সম্প্রচারের ক্ষেত্রে সর্বপ্রথম আমরাই এই স্বীকৃতি পাওয়ায় আমরা অত্যন্ত গর্ববোধ করছি। আমাদের উপর বিশ্বাস ও ভরসা রাখার জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রককে ধন্যবাদ। একসঙ্গে মিলিত হয়ে আমরা বিভিন্ন ভাষায়, সত্য ঘটনাকে গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে দেব। এরফলে দেশের সংবাদ সম্প্রচার এক নতুন মাইল ফলক স্পর্শ করবে।”

বর্তমানে এনবিএফের অধীনে যে সংবাদমাধ্যমগুলি রয়েছে, সেগুলি হল TV9 ভারতবর্ষ, TV9 গুজরাটি, TV9 কন্নড়, TV9 মারাঠি, TV9 তেলুগু, ইন্ডিয়া নিউজ হিন্দি, ইন্ডিয়া নিউজ পঞ্জাবী, ইন্ডিয়া নিউজ ইউপি, ইন্ডিয়া নিউজ রাজস্থান, ইন্ডিয়া নিউজ হরিয়ানা, খবর ফাস্ট, নিউজ9, নিউজ ফাস্ট কন্নড়, নিউজ লাইভ, নিউজ নেশন, নিউজ এক্স, ওটিভি, রিপাবলিক ভারত, রিপাবলিক বাংলা, রিপাবলিক টিভি, সাহারা সময়, সময় বিহার, সময় মহারাষ্ট্র, সময় রাজস্থান প্রভৃতি। আরও পড়ুন: পুজোর মুখেই চরমে ‘থার্ড ওয়েভ’! রিপোর্ট জমা পড়ল প্রধানমন্ত্রীর দফতরে 

Next Article