Sameer Wankhede: ‘কেন্দ্রীয় সংস্থার তদন্তের আবেদন জানিয়েছি’, আরিয়ানের বিরুদ্ধে তদন্ত হাতছাড়া হলেও পিছু হটতে নারাজ এনসিবি কর্তা!
Sameer Wankhede on Aryan Khan Case: আরিয়ান খানের মামলা থেকে সরিয়ে দেওয়ার পরই সমীর ওয়াংখেড়ে বলেন,"আমি এখনও এনসিবির মুম্বই শাখার জ়োনাল ডিরেক্টর। আমাকে এই পদ থেকে সরানো হয়নি। আমি মাদকচক্রের বিরুদ্ধে তদন্ত জারি রাখব।"
মুম্বই: একের পর একর বিতর্কের জেরে অবশেষে শাহরুখ পুত্র আরিয়ান খানে(Aryan Khan)-র বিরুদ্ধে শুরু হওয়ায় মাদক মামলার (Mumbai Drug Case) তদন্ত থেকে সরানো হয়েছে এনসিবি (NCB) আধিকারিক সমীর ওয়াংখেড়ে(Sameer Wankhede)-কে। তাঁর বিরুদ্ধে ঘুষ নেওয়া, তোলাবাজির অভিযোগ উঠলেও, হাল ছাড়তে নারাজ মুম্বইয়ের এনসিবির জ়োনাল অফিসার। তিনি কেন্দ্রীয় সংস্থার তদন্তের দাবি করেছেন বলে জানিয়েছেন।
আরিয়ান খানের গ্রেফতারির কিছুদিন পর থেকেই এনসিপি নেতা তথা মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক (Nawab Malik) নিশানা বানিয়েছিলেন এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়েকে। তাঁর পরিবার থেকে শুরু করে পরিচয়, বিয়ে সহ একাধিক বিষয় নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এদিকে, মুম্বইয়ের প্রমোদতরীতে মাদক মামলার অন্যতম সাক্ষী প্রভাকর সেইলও এনসিবির অফিসারের বিরুদ্ধেই সাদা কাগজে সই করিয়ে নেওয়ানো এবং ৮ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ এনেছেন।
বিষয়টি নিয়ে জাতীয় স্তরে চর্চা শুরু হতেই সম্প্রতি দিল্লি থেকে এনসিবি আধিকারিকদের একটি দল আসে। সমীর ওয়াংখেড়েকে জিজ্ঞাসাবাদের পর গতকাল সংস্থার তরফে জানানো হয়, আরিয়ান খানের মাদক মামলা সহ মোট ৬টি মামলার তদন্ত থেকে সমীর ওয়াংখেড়েকে সরিয়ে দেওয়া হচ্ছে। বর্তমানে এই মামলাগুলির তদন্ত করবে এনসিবির সেন্ট্রাল জ়োন। এনসিবির সেন্ট্রাল ইউনিটের ডেপুটি ডিরেক্টর জেনারেল সঞ্জয় সিংয়ের হাতে মামলাগুলির তদন্তভার তুলে দেওয়া হয়েছে। তিনিই এই মামলাগুলির উপর নজরদারি করবেন।
এদিকে, আরিয়ান খানের মামলা থেকে সরিয়ে দেওয়ার পরই সমীর ওয়াংখেড়ে বলেন,”আমি এখনও এনসিবির মুম্বই শাখার জ়োনাল ডিরেক্টর। আমাকে এই পদ থেকে সরানো হয়নি। আমি মাদকচক্রের বিরুদ্ধে তদন্ত জারি রাখব।” একইসঙ্গে তিনি জানান, আরিয়ান খানের মাদক মামলার তদন্ত যাতে কোনও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা করে, তার অনুরোধ জানিয়েছেন তিনি। আদালতে তিনি এই মর্মে রিট পিটিশন দায়ের করেছেন বলেও জানান।
I've not been removed from investigation. It was my writ petition in court that the matter be probed by a central agency. So Aryan case & Sameer Khan case are being probed by Delhi NCB's SIT. It's a coordination b/w NCB teams of Delhi & Mumbai:NCB Zonal Dir Sameer Wankhede to ANI pic.twitter.com/Hf7ZrjwVex
— ANI (@ANI) November 5, 2021
এই বিষয়ে তিনি বলেন, “আরিয়ান খানের বিরুদ্ধে হওয়া মামলা এবং নবাব মালিকের আনা অভিযোগের তদন্ত যাতে কোনও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা করে, সেই অনুরোধ জানিয়েছি। দিল্লি থেকে বিশেষ তদন্তকারী দল এই মামলার তদন্ত করবে, এটি খুব ভাল বিষয়। ”
Either @ANI is misquoting Sameer Wankhede or he is misleading the Nation.He filed a writ petition in court asking the investigation on him for extortion & corruption should be conducted by CBI or NIA, not by Mumbai Police.Court rejected his petition. Nation must know the truth https://t.co/rVO0tPDjDf
— Nawab Malik نواب ملک नवाब मलिक (@nawabmalikncp) November 5, 2021
এদিকে, মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিকও পাল্টা প্রশ্ন তুলেছেন সমীর ওয়াংখেড়ের দাবি নিয়ে। কেন্দ্রীয় সংস্থার তদন্তের দাবি প্রসঙ্গে এনসিপি নেতা নবাব মালিক বলেন, “হয় সংবাদসংস্থা সমীর ওয়াংখেড়ের বয়ানের ভুল ব্যাখ্যা করেছে, নয়তো উনি নিজেই দেশকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। তাঁর (সমীর ওয়াংখেড়ে) বিরুদ্ধে ওঠা তোলাবাজি ও দুর্নীতির যে অভিযোগ উঠেছে, তার তদন্তভার যাতে মুম্বই পুলিশের বদলে সিবিআই বা এনআইএ-কে দেওয়া হয়, সেই দাবি জানিয়েই তিনি রিট পিটিশন দায়ের করেছেন। আদালত সেই দাবি খারিজও করে দিয়েছে। দেশবাসীর সম্পূর্ণ সত্যিটা জানা উচিত।”
আরও পড়ুন: Prasant Kishor For Punjab Polls: গদি বাঁচাতে কি পিকে ম্যাজিকেই আস্থা কংগ্রেসের? সিধু বললেন….