Sharad Pawar: কাকার মান ভাঙাতে ময়দানে অজিত! NCP সভাপতি থাকবেন কি না, ভাবতে ২-৩ দিন সময় চান শরদ পওয়ার

NCP Protest: শরদ পওয়ারের ইস্তফা ঘোষণার পরই অজিত পওয়ার, রোহিত পওয়ার, চগন ভুজবল সহ একাধিক নেতারা তাঁর মুম্বইয়ের বাসভবনে হাজির হয় এবং তাঁকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য অনুরোধ করেন। ইস্তফার কথা শুনে কেঁদে ফেলেন জয়ন্ত পাটিল ও জিতেন্দ্র আওহাদ।

Sharad Pawar: কাকার মান ভাঙাতে ময়দানে অজিত! NCP সভাপতি থাকবেন কি না, ভাবতে ২-৩ দিন সময় চান শরদ পওয়ার
শরদ পওয়ারের সঙ্গে অজিত পওয়ার। ছবি:PTI
Follow Us:
| Edited By: | Updated on: May 03, 2023 | 6:56 AM

মুম্বই: রাজনৈতিক ডামাডোল, দলবদলের জল্পনার মাঝেই সবথেকে বড় বোমা ফেললেন প্রবীণ নেতা শরদ পাওয়ার (Sharad Pawar)। মঙ্গলবার তিনি হঠাৎ ঘোষণা করেন, তাঁর দল ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (Nationalist Congress Party) সভাপতি পদ থেকে ইস্তফা দিচ্ছেন তিনি। পওয়ারের এই ঘোষণার পরই শোরগোল শুরু হয়ে যায়। এনসিপি (NCP) থেকে বিরোধী অন্য়ান্য দল, সকলেই চমকে যান শরদ পওয়ারের সিদ্ধান্তে। ১৯৯৯ সাল থেকে তিনি যে পদে রয়েছেন, হঠাৎ কী হল যে সেই পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করলেন শরদ পওয়ার, এটাই সকলের প্রশ্ন। শরদ পওয়ারের ইস্তফা ঘোষণা করার পরই ধর্নায় (Dharna) বসেন এনসিপি কর্মী-সমর্থকরা। তাদের আটকাতে ময়দানে নামলেন এনসিপি নেতা অজিত পওয়ার (Ajit Pawar)। মঙ্গলবার তিনি এনসিপির কর্মী-সমর্থকদের অনুরোধ করেন যে তাঁরা যেন ধর্নায় না বসেন। ইতিমধ্যেই দলের শীর্ষ নেতারা শরদ পওয়ারের সঙ্গে দেখা করেছেন এবং তাঁর ইস্তফার সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করেছেন। আগামী দুই-তিনদিনের মধ্যেই শরদ পওয়ার তাঁর চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেবেন বলেই সূত্রের খবর।     

সকালে শরদ পওয়ারের ইস্তফা ঘোষণার পর মঙ্গলবার রাতেই তাঁর ভাইপো অজিত পওয়ার বলেন, “আমরা সবাই আজ শরদ পওয়ারের সঙ্গে দেখা করেছি এবং অনুরোধ করেছি যে কর্মী-সমর্থকদের দাবি মেনে তিনি যেন ইস্তফা প্রত্যাহার করেন। তিনি জানিয়েছেন ২-৩দিন সময় নিয়ে তিনি এই বিষয়ে চিন্তাভাবনা করবেন।”

তিনি আরও বলেন, “আমরা ওনাকে (শরদ পওয়ার) বলেছি যে এই সিদ্ধান্তে দলীয় কর্মীরা অত্যন্ত ক্ষুব্ধ ও দুঃখিত। আমরা বলেছি দলীয় কর্মীরা চায় যে তিনি ওয়ার্কিং প্রেসিডেন্টের পাশাপাশি দলের সভাপতিও যেন থাকেন। উনি বলেছেন যে এই বিষয়টি পুনর্বিবেচনা করে দেখবেন। এর জন্য দুই-তিনদিন সময় চাই।”

জানা গিয়েছে, শরদ পওয়ারের ইস্তফা ঘোষণার পরই অজিত পওয়ার, রোহিত পওয়ার, চগন ভুজবল সহ একাধিক নেতারা তাঁর মুম্বইয়ের বাসভবনে হাজির হয় এবং তাঁকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য অনুরোধ করেন। ইস্তফার কথা শুনে কেঁদে ফেলেন জয়ন্ত পাটিল ও জিতেন্দ্র আওহাদ। এনসিপি সাংসদ প্রফুল্ল পটেলও জানান, দলের সভাপতি পদ ছাড়ার আগে এই বিষয় নিয়ে কারোর সঙ্গে কথা বলেননি শরদ পওয়ার।

অন্যদিকে, গতকালই দলীয় নেতাদের মধ্য়ে একটি কমিটি বৈঠকও হয় শরদ পওয়ারের বাড়িতে। শরদ পওয়ারের উত্তরসূরী কে হবেন, তা নিয়েই আলোচনা করা হয়।