Ajit Pawar: ‘রাজ ঠাকরে যেমন তাঁর কাকার সঙ্গে…’, শরদ পওয়ারকে নিয়ে এ কী কথা বললেন অজিত পওয়ার

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Apr 28, 2023 | 7:00 AM

Maharashtra: অজিত পওয়ারের দলবদলের জল্পনা শুরু হওয়ার পর থেকেই এনসিপি প্রধান শরদ পওয়ার থেকে শুরু করে জোটসঙ্গী শিবসেনার প্রধান উদ্ধব ঠাকরে, একাধিক নেতারা নানা মন্তব্য করেছেন।

Ajit Pawar: রাজ ঠাকরে যেমন তাঁর কাকার সঙ্গে..., শরদ পওয়ারকে নিয়ে এ কী কথা বললেন অজিত পওয়ার
ফাইল চিত্র

Follow Us

মুম্বই: হঠাৎ করেই শিরোনামে অজিত পওয়ার। বিগত কয়েক সপ্তাহ ধরে মহারাষ্ট্রের রাজনৈতিক চর্চা জুড়ে শুধুই এনসিপি নেতার নাম। আগামী বছরই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগেই তুঙ্গে উঠেছে দলবদলের  জল্পনা। দাবি, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (Nationalist Congress Party) ছেড়ে নাকি বিজেপি(BJP)-তে যোগ দিতে চলেছেন শরদ পওয়ারের ভাইপো অজিত পওয়ার (Ajit Pawar)। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Akmit Shah) সঙ্গে তিনি বৈঠকও করেন। যদিও যাবতীয় জল্পনাই উড়িয়ে দিয়েছেন অজিত পওয়ার। তবে এনসিপির বৈঠক এড়ানোয় দলবদলের জল্পনা আরও একবার শুরু হয়েছিল। এবার সেই জল্পনাকে আরও উসকে দিলেন অজিত পওয়ার নিজেই। বৃহস্পতিবার তিনি বললেন, “মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরে যেভাবে তাঁর কাকা বাল ঠাকরের দিকে নজর দিয়েছিলেন, তাঁর কথা শুনেছিলেন, ঠিক সেভাবেই আমিও আমার কাকার কথা শুনবো”। তাঁর এই মন্তব্যেই নতুন করে দলবদলের জল্পনা শুরু হয়েছে।

অজিত পওয়ারের দলবদলের জল্পনা শুরু হওয়ার পর থেকেই এনসিপি প্রধান শরদ পওয়ার থেকে শুরু করে জোটসঙ্গী শিবসেনার প্রধান উদ্ধব ঠাকরে, একাধিক নেতারা নানা মন্তব্য করেছেন। সম্প্রতিই মহারাষ্ট্রের উপমুখ্য়মন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীসের স্ত্রী অমৃতা ফড়ণবীস ও এনসিপি সাংসদ অমোল কোলহে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সাক্ষাৎকার নেন। সেখানেই অজিত পওয়ারের দলবদলের জল্পনা নিয়ে প্রশ্ন করা হলে উদ্ধব ঠাকরে বলেন, “অজিত পওয়ার বাহ্য়িক বিষয়গুলিতে যেমন নজর দেন, নিজের কাকার উপরেও একই রকমের মনোযোগ দেওয়া উচিত।”

বৃহস্পতিবার উদ্ধব ঠাকরের এই মন্তব্যের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে এনসিপি নেতা অজিত পওয়ার বলেন, “রাজ ঠাকরে যেভাবে নিজের কাকার (বাল ঠাকরে) প্রতি মনোযোগ দিয়েছিলেন, আমিও আমার কাকার (শরদ পওয়ার) প্রতি মনোযোগ দেব।”

প্রসঙ্গত, একসময় শিবসেনার সঙ্গে যুক্ত থাকলেও উদ্ধব ঠাকরের রাজনীতিতে প্রবেশের পর থেকেই বিরোধ বাড়তে শুরু করে রাজ ঠাকরের সঙ্গে। দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক এতটাই খারাপ হয় যে ২০০৬ সালে কাকা বালাসাহেব ঠাকরের তৈরি করা দল শিবসেনা ছেড়ে বেরিয়ে যান রাজ ঠাকরে এবং নিজের দল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা গঠন করেন।

Next Article