Sharad Pawar: ‘ইডির তদন্ত থেকে বাঁচতে দলবদল’, নাম না করেই ভাইপোকে খোঁচা শরদ পওয়ারের
মুম্বই: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে হাতিয়ার হিসাবে ব্য়বহার করছে কেন্দ্রীয় সরকার, এই অভিযোগ দীর্ঘদিন ধরেই তুলছিল বিরোধী দলগুলি। অনেক নেতাই দলবদলও করেছেন তদন্তকারী সংস্থার হাত থেকে বাঁচতে। এবার ভাইপো অজিত পওয়ার(Ajit Pawar)-কেও ইডি-র খোঁচা দিলেন শরদ পওয়ার (Sharad Pawar)। নাম না করেই এনসিপি (NCP) নেতা বললেন, “ইডি তদন্তের ভয় দেখিয়েছে কেন্দ্র। তারপরই অনেক নেতা এনসিপি ছেড়ে […]
মুম্বই: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে হাতিয়ার হিসাবে ব্য়বহার করছে কেন্দ্রীয় সরকার, এই অভিযোগ দীর্ঘদিন ধরেই তুলছিল বিরোধী দলগুলি। অনেক নেতাই দলবদলও করেছেন তদন্তকারী সংস্থার হাত থেকে বাঁচতে। এবার ভাইপো অজিত পওয়ার(Ajit Pawar)-কেও ইডি-র খোঁচা দিলেন শরদ পওয়ার (Sharad Pawar)। নাম না করেই এনসিপি (NCP) নেতা বললেন, “ইডি তদন্তের ভয় দেখিয়েছে কেন্দ্র। তারপরই অনেক নেতা এনসিপি ছেড়ে অন্য দলে যোগ দিয়েছেন।”
শিবসেনা থেকে শিন্ডে শিবির আলাদা হয়ে যাওয়ার ঠিক এক বছর পরে, প্রায় দুই মাস আগে মহারাষ্ট্র রাজনীতিতে নতুন করে ডামাডোল শুরু হয়। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে যেভাবে শিবসেনা ছেড়ে বেরিয়ে এসে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে সরকার গড়েছিলেন, ঠিক সেভাবেই ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি ছেড়ে বেরিয়ে আসেন অজিত পওয়ার ও একাধিক বিধায়ক। বিজেপি-শিবসেনার সরকারে উপমুখ্য়মন্ত্রীর পদ দেওয়া হয় তাঁকে। এরপর থেকেই কাকা-ভাইপোর মধ্যে টানাপোড়েন চলছিল এনসিপির উপরে অধিকার নিয়ে।
রবিবার পুণেতে এনসিপির একটি বৈঠকে যোগ দিয়ে প্রবীণ নেতা শরদ পওয়ার বলেন, “সাম্প্রতিক অতীতে বেশ কিছু পরিবর্তন হয়েছে। কিছু সদস্যরা আমাদের ছেড়ে চলে গেছেন। তাঁরা বলছেন যে উন্নয়নের জন্য় এই দলবদল করেছেন, কিন্তু এটা একটুও সত্যি নয়। কেন্দ্র এদের বিরুদ্ধে ইডি তদন্ত শুরু করেছিল, সেই তদন্ত থেকে বাঁচতেই তাঁরা এনসিপি ছেড়ে দিয়েছেন। কয়েকজন নেতাকে হুমকি দেওয়া হয়েছিল যে তাঁরা বিজেপিতে যোগ না দিলে অন্য কোথাও পাঠিয়ে দেওয়া হবে।”
এ প্রসঙ্গে মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের উদাহরণ টেনে তিনি বলেন, “তবে কয়েকজন নেতা তদন্তের মুখোমুখি হতে ভয় পাননি। অনিল দেশমুখ ১৪ মাস জেলে ছিলেন। তাঁকেও দল বদল করতে বলা হয়েছিল কিন্তু তিনি নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন। এনসিপি ছাড়েননি।”
সম্প্রতিই এক ব্যবসায়ীর বাংলোয় শরদ পওয়ার ও অজিত পওয়ারের গোপন বৈঠক নিয়ে যে জল্পনা তৈরি হয়েছিল, তা পারিবারিক বৈঠক বলে উড়িয়ে দিয়েছিলেন শরদ পওয়ার। এবার ভাইপোকে দলবদল নিয়ে আক্রমণও করলেন।