Praful Patel: পাশে ‘ভাইপো’ অজিত, প্রফুল্লের দাবি ‘শরদ পওয়ারই আমাদের নেতা’! ক’দিন বাদে কোন সত্যি সামনে আসার কথা বললেন?

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jul 03, 2023 | 7:16 AM

NCP: রবিবার দুপুরে হঠাৎই এক ঝাঁক বিধায়কদের নিয়ে মহারাষ্ট্রের রাজ ভবনে হাজির হন এনসিপি নেতা অজিত পওয়ার। তিনি ও আটজন নেতা একনাথ শিন্ডের সরকারে মন্ত্রী হিসাবে যোগদান করেন। ওই শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন প্রফুল্ল পটেলও।

Praful Patel: পাশে ভাইপো অজিত, প্রফুল্লের দাবি শরদ পওয়ারই আমাদের নেতা! কদিন বাদে কোন সত্যি সামনে আসার কথা বললেন?
অজিত পওয়ারের পাশেই প্রফুল্ল পটেল।
Image Credit source: PTI

Follow Us

মুম্বই: এ যেন দ্বিতীয় শিবসেনা! গত বছরের জুন মাসে হঠাৎ শিবসেনার অন্দরে ধরেছিল ফাটল। রাতারাতি তৈরি হয়ে গিয়েছিল মুখ্য়মন্ত্রী উদ্ধব ঠাকরে(Uddhav Thackeray)-র বিরোধী একটি শিবির। একনাথ শিন্ডের (Eknath Shinde) নেতৃত্বে প্রায় ৪০ জন বিধায়ক রাতারাতি দল ছেড়ে বেরিয়ে আসেন। এরপর আস্থাভোটের দাবি, দলে অধিকার নিয়ে কাড়াকাড়ি চলে। সরকার পড়তেও বেশিদিন সময় লাগেনি। সংখ্যাগরিষ্ঠতা না থাকায় মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন উদ্ধব ঠাকরে। পরেরদিনই বিজেপির সঙ্গে জোট বেঁধে সরকার গড়ে একনাথ শিন্ডের শিবসেনা। বছর পার করতে না করতেই, ফের সেই নাটকীয় চিত্রই উঠে আসল। রবিবার দুপুরে হঠাৎ ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (Nationalist Congress Party) নেতা অজিত পওয়ার  (Ajit Pawar) গিয়ে হাত মেলান বিজেপিতে। রাতারাতি হয়ে যান মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী। গত বছর যেমন প্রশ্ন উঠেছিল আসল শিবসেনা কে, এবারও প্রশ্ন উঠছে আসল এনসিপি কে?

গতকালের পালাবদলের সময় অজিত পওয়ারের পাশে দাঁড়িয়ে ছিলেন এনসিপির ওয়ার্কিং প্রেসিডেন্ট প্রফুল্ল পটেল। জল্পনা ছিল, তিনিও শিবির বদল করছেন। যদিও অজিত পওয়ারের শপথ গ্রহণের অনুষ্ঠান শেষের পরই তিনি বললেন, “আমাদের একটাই দল এবং শরদ পওয়ার তার নেতা।”

রবিবার দুপুরে হঠাৎই এক ঝাঁক বিধায়কদের নিয়ে মহারাষ্ট্রের রাজ ভবনে হাজির হন এনসিপি নেতা অজিত পওয়ার। তিনি ও আটজন নেতা একনাথ শিন্ডের সরকারে মন্ত্রী হিসাবে যোগদান করেন। ওই শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন প্রফুল্ল পটেলও। অনুষ্ঠান শেষে তিনি বলেন, “কেউ হেরে যায়নি বা দল ছেড়ে বেরিয়ে যাননি। অনেক সময় দলের অন্দরে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়, কিন্তু পরে তার সমাধানও হয়ে যায়। আপনারা কয়েকদিন অপেক্ষা করুন, বুঝতে পারবেন আমি কী বলতে চাইছি”। তাঁর এই মন্তব্যের পরই জল্পনা শুরু হয়েছে, তবে কি শিবসেনার মতোই পরিণতি হতে চলেছে? উদ্ধব ঠাকরের কাছ থেকে যেমন শিবসেনার অধিকার কেড়ে নেওয়া হয় এবং একনাথ শিন্ডের শিবির আসল শিবসেনায় পরিণত হয়, তেমনই কি দলছাড়া হতে হবে শরদ পওয়ারকেও?

প্রসঙ্গত, গতকাল অজিত পওয়ারের সঙ্গেই মহারাষ্ট্রের মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন ছগন ভুজবল, দিলীপ ওয়ালসে পাটিল, হাসান মুশরিফ, ধনঞ্জয় মুন্ডে, অদিতি ততকারে, ধর্মরাও আতরাম, অনিল পাটিল ও সঞ্জয় বানসোদে। উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণের পরই অজিত পওয়ার দাবি করেন, গোটা এনসিপির সমর্থন রয়েছে তাঁর সঙ্গে। প্রফুল্ল পটেলও সেই সুরেই সুর মিলিয়ে জানান, অনেক আলাপ-আলোচনার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

Next Article