NDA leaders on PM’s USA visit: ‘সফল’ আমেরিকা সফর, মোদীর উচ্ছ্বসিত প্রশংসা নীতীশ-নাইডুদের

NDA leaders on PM's USA visit: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেও মোদীর 'সফল' আমেরিকা সফরের প্রশংসা করেন। তিনি বলেন, মোদীর আমেরিকা সফরের ফলে দেশে বিনিয়োগ বাড়বে। এবং মহারাষ্ট্র লাভবান হবে। একইসঙ্গে তিনি বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা সফর আরও একবার দেখাল কেন তিনি বিশ্বনেতা।"

NDA leaders on PM's USA visit: 'সফল' আমেরিকা সফর, মোদীর উচ্ছ্বসিত প্রশংসা নীতীশ-নাইডুদের
নরেন্দ্র মোদীর উচ্ছ্বসিত প্রশংসা করলেন এনডিএ নেতারা
Follow Us:
| Updated on: Sep 24, 2024 | 9:13 PM

নয়াদিল্লি: তিনদিনের সফরে আমেরিকা গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মার্কিন মুলুকে তিনদিন তাঁর ঠাসা কর্মসূচি ছিল। কোয়াড সম্মেলনে যোগ দিয়েছিলেন। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। আবার বিশ্বের প্রথম সারির টেকনোলজি সংস্থাগুলির সিইও-দের সঙ্গেও বৈঠক করেন তিনি। রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদে বক্তব্য রাখেন। তিনদিনের সফরকে ফলপ্রসূ বলেছেন প্রধানমন্ত্রী। মোদীর ‘সফল’ আমেরিকা সফর নিয়ে উচ্ছ্বসিত এনডিএ জোটের নেতারা। মোদীর প্রশংসায় পঞ্চমুখ হলেন নীতীশ কুমার থেকে জিতনরাম মাঝি।

মোদীর প্রশংসা করে এক্স হ্যান্ডলে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার লেখেন, “মোদীর আমেরিকা সফর দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় করবে। এর পাশাপাশি আর বিনিয়োগ আসবে দেশে। দুই দেশের মধ্যে বিনিয়োগ বাড়াতে মার্কিন সফরে প্রধানমন্ত্রী মোদীর সিদ্ধান্তকে স্বাগত জানাই।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু বলেন, “এরকম একজন রাষ্ট্রনায়কের অধীনে কাজ করতে পেরে আমরা ভাগ্যবান। সফল আমেরিকা সফর শেষে প্রধানমন্ত্রী মোদীর দেশে ফেরাকে স্বাগত জানাই।”

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেও মোদীর ‘সফল’ আমেরিকা সফরের প্রশংসা করেন। তিনি বলেন, মোদীর আমেরিকা সফরের ফলে দেশে বিনিয়োগ বাড়বে। এবং মহারাষ্ট্র লাভবান হবে। একইসঙ্গে তিনি বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা সফর আরও একবার দেখাল কেন তিনি বিশ্বনেতা।”

প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা করেছেন জেডি(এস) নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী এইচ ডি কুমারস্বামী। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, “আমেরিকায় আরও একটি সফল সফর সেরে প্রধানমন্ত্রীর দেশে ফেরাকে স্বাগত জানাই। এত কম সময়ে এতগুলো ইস্যুর মোকাবিলা করা দেখে আমি বিস্মিত।”

প্রধানমন্ত্রী মোদীর উচ্ছ্বসিত প্রশংসা করলেন আর এক কেন্দ্রীয় মন্ত্রী জিতনরাম মাঝি। তিনদিনের সফরে মোদীর ঠাসা কর্মসূচির উল্লেখ করে তিনি বলেন, “তিনদিনের সফরে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। যা দেশের উন্নয়নে ফলপ্রসূ হবে। আমেরিকা সফরে মোদীজি যে ভালবাসা পেয়েছেন, তা দেখে প্রত্যেক ভারতবাসী গর্বিত। সেজন্যই সারা বিশ্ব বলছে, মোদী ভারতের গর্ব।”