Mughal Era Coins: উত্তর প্রদেশের মন্দিরে উদ্ধার প্রায় ৪০০ টি মুঘল আমলের মুদ্রা

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

May 23, 2023 | 7:38 AM

Mughal Era Coins: উত্তর প্রদেশের এক মন্দিরে কাজ করছিলেন শ্রমিকরা। দেওয়াল তোলার জন্য মাটি খুঁড়তে গিয়ে প্রায় ৪০০ টির কাছাকাছি মুঘল আমলের মুদ্রা খুঁজে পান তাঁরা।

Mughal Era Coins: উত্তর প্রদেশের মন্দিরে উদ্ধার প্রায় ৪০০ টি মুঘল আমলের মুদ্রা
প্রতীকী ছবি

Follow Us

সাহারানপুর: মুঘল আমলের মুদ্রার হদিশ মিলল উত্তর প্রদেশে। উত্তর প্রদেশের সাহারানপুরের নানাউটা এলাকায় মন্দিরে নির্মাণ কাজ চলছিল। সেই সময় খনন করতে গিয়েই এই মুঘল আমলের মুদ্রা পাওয়া যায়। একটি, দুটি নয়, একসঙ্গে ৪০০ টি মুদ্রা পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

পুলিশ সুপারিনটেনডেন্ট সাগর জৈন গতকাল জানান, হুসেনপুর গ্রামের সতী ধাম মন্দিরে বেশ কয়েকদিন ধরেই নির্মাণ কাজ চলছিল। রবিবার রাতে সেখানে দেওয়াল তৈরির জন্য মাটি খোঁড়েন শ্রমিকরা। আর মাটি খুঁড়তে গিয়েই কয়েকজন শ্রমিক প্রায় ৪০০ টি মুদ্রা খুঁজে পান। সেগুলি সব মুঘল আমলের বলে জানা গিয়েছে। এই মুদ্রা উদ্ধারের বিষয়ে পুলিশের কাছে খবর আসতেই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আর মুদ্রাগুলি নিজেদের হেফাজতে নেয়।

জৈন জানিয়েছেন, ওই মুদ্রাগুলির উপরে আরবি ভাষায় কিছু লেখা ছিল। এই ধরনের মুদ্রা মুঘল আমলেই ব্যবহৃত হত বলে জানান পুলিশ সুপারিনটেনডেন্ট। এখনও এই মুদ্রাগুলি খতিয়ে দেখেনি আর্কিওলজিক্যাল বিভাগ। তারা এই মুদ্রা পরীক্ষা করে কোন ধাতু এই মুদ্রা তৈরি হয়েছে এই সমস্ত যাবতীয় বিষয়ে অনুসন্ধান করবে।

 

Next Article
Nitish Kumar: কর্নাটক জয়েই বিরোধী ঐক্যে জোর! কেজরীবালের পর কংগ্রেসের দরবারে নীতীশ
Shooting in Moving Car: চলন্ত গাড়ির বনেটে কনের সাজে ভিডিয়ো শুট, নিজের বিপদ নিজেই ডেকে আনলেন যুবতী