প্রয়াগরাজ: বর্তমান যুগে প্রি-ওয়েডিং, ওয়েডিং ও পোস্ট-ওয়েডিং শুটের রমরমা। এটা এখন একটা পেশা হয়ে দাঁড়িয়েছে। দেশের হাজার হাজার মানুষের পেটের ভাত জোগাড় করে এই ওয়েডিং শুট। আর নিজের বিয়ে নিয়ে বর-কনেদের বিভিন্নভাবে ওয়েডিং শুট এখন একটা রীতিতে দাঁড়িয়ে গিয়েছে। আর যে যত অভিনব উপায়ে এই ওয়েডিং শুটের কেরামতি তুলে ধরতে পারবেন তাঁর ছবি তত ভাইরাল হবে সোশ্যাল মিডিয়ায়। আর অনেক পাত্র-পাত্রীরই এই ওয়েডিং শুট নিয়ে ব্যক্তিগত পছন্দ থাকেই। এবার সেই পছন্দের জন্যই ১৭ হাজার টাকা জরিমানা হল উত্তর প্রদেশের এক যুবতীর।
প্রয়াগরাজের বাসিন্দা বর্নিকা চৌধুরি। গত ১৬ মে ‘পাত্থর গির্জার’ সামনে বিয়ের সাজে একটি চলন্ত এসইউভি গাড়ির বনেটের উপর তিনি ভিডিয়ো করেন। তারপর তা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপলোডও করেন। আর সোশ্য়াল মিডিয়ার পাতায় পাতায় এই ভিডিয়োটি ছড়িয়ে পড়ে। নজর এড়ায়নি পুলিশেরও। তারপরই বর্নিকার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। আর সবশেষে ১৭ হাজার টাকা জরিমানা করা হয় তাঁকে।
#Prayagraj: A bride Varmika sat on top of a moving car bonnet to make a reel for her social media account Hrs later she uploaded the video which went viral, was issued challans of Rs 16500 for violating traffic rules. @HiHyderabad @igrangealld @ADGZonPrayagraj @prayagraj_pol pic.twitter.com/VLu2eInR20
— R V K Rao_TNIE (@RVKRao2) May 22, 2023
এদিকে এটাই প্রথম নয়। এর আগেও অনেকবার ট্রাফিক নিয়ম ভেঙেছেন বর্নিকা। পুলিশ জানায়, আগে চন্দ্রশেখর আজ়াদ পার্কের কাছে হেলমেট ছাড়া বাইকে বসে নিজের ভিডিয়ো করেছিলেন তিনি। সিভিল লাইনস এসএইচও ভানু প্রতাপ জানান, এসইউভি গাড়ির ঘটনার জন্য ১৫ হাজার ৫০০ টাকা ও বাকি ঘটনার জন্য দেড় হাজার টাকা জরিমানা করা হয়েছে বর্নিকাকে। উল্লেখ্য, এর আগে অযোধ্যায় এক গাড়ির বনেটে দুই মহিলাকে স্টান্ট করতে দেখা গিয়েছিল। সেই ভিডিয়োটিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেই ঘটনায় গাড়ির মালিককে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।