নয়া দিল্লি: সারা দেশ জুড়ে নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মজয়ন্তী পালিত হচ্ছে ২৩ জানুয়ারি। প্রদানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়, প্রত্যেকে নেতাজিকে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন বৃহস্পতিবার। প্রতি বছর এই দিন সাড়ম্বরে নেতাজির জন্মদিন পালন হলেও, তাঁর মৃত্যুদিন কারও জানা নেই। মৃত্যুর তারিখ নিয়ে রয়েছে বিতর্ক। বিভিন্ন সময়ে বিভিন্ন রিপোর্ট সামনে এলেও কোনও নির্দিষ্ট সিদ্ধান্তে আসা যায়নি এখনও। আর এবার সেই নেতাজির ‘মৃত্যুদিন’ বলে দিলেন কংগ্রেস সাংসদ তথা বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
বৃহস্পতিবার নেতাজির জন্মদিন উপলক্ষে করা একটি পোস্টে নেতাজির মৃত্যুদিন হিসেবে উল্লেখ করা হয়েছে ১৮ অগস্ট, ১৯৪৫। সাংসদ প্রিয়ঙ্কা গান্ধীও ওই একই পোস্ট করেছেন, আর তা ঘিরেই বেড়েছে বিতর্ক। রাজনৈতিক নেতারা প্রশ্ন তুলেছেন, যে মৃত্যুদিন কেউ জানে না, তা কীভাবে বলে দিলেন রাহুল গান্ধী?
সিপিএম নেতা বিমান বসু বলেন, “যেটা কেউ জানে না। সেটা কীভাবে বলবে! চিন বলেছে যে নেতাজি যে বিমানে ছিলেন, সেটা ভেঙে পড়েনি। নতুন মত বেরিয়ে এসেছে। আবার গবেষণা হবে। তার মধ্যে এভাবে মৃত্যুদিন বলা উচিত নয়।” তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায়ও এই নিয়ে বিতর্কের কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, “অনেক তদন্ত হয়েছে। রিপোর্টগুলি নেতাজির পরিবার মেনে নেয়নি, কারণ সেগুলি সন্দেহের উর্ধ্বে নয়।”
হুগলি জেলা ফরওয়ার্ড ব্লকের চেয়ারম্যান সুনীল সাহা বলেন, “নেতাজির মৃত্যু নিয়ে তিনটি কমিশন হয়েছে। কেউ স্থির সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। সর্বশেষ মুখার্জি কমিশন স্পষ্ট করে দিয়েছে যে ওই দিন কোনও বিমান দুর্ঘটনা হয়নি। তাইহুকু সরকারও জানিয়ে দিয়েছে বিমান দুর্ঘটনা ঘটেনি। তা সত্ত্বেও জাপান থেকে চিতাভস্ম নিয়ে আসার কথা বলা হয়েছে বারবার।”
তবে কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য রাহুল গান্ধীর এই পোস্টে কোনও বিতর্ক দেখছেন না। তিনি বলেন, “জন্ম হলে মৃত্যু তো হবেই। তিনি আমাদের খুব প্রিয়। তবে একদিন না একদিন চলে যেতেই হবে। এর মধ্যে কোনও বিতর্ক আছে বলে আমি মনে করি না।”
উল্লেখ্য, বৃহস্পতিবারই এক সভা থেকে মমতা বন্দ্য়োপাধ্যায় বলেন, “নেতাজির জন্মদিন আমরা জানি। মৃত্যুদিন জানি না। উনি চক্রান্তের শিকার। দুঃখ হয়।”