AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

New Delhi: পাকিস্তানের প্রাক্তন সেনাই খুন করেছিল পহেলগাঁওয়ের পর্যটকদের, সামনে এল ছবি

New Delhi:সূত্রের খবর, এই হাবিব পাকিস্তানের খাই গালার বাসিন্দা। পহেলগাঁওয়ে পর্যটকদের খুনের ঘটনায় জড়িত ছিল সে বলে মনে করা হচ্ছে। বস্তুত, আজ সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান যে তিন 'অপারেশন মহাদেবে' খতম হওয়া তিন জঙ্গি পহেলগাঁওয়ে হামলার সঙ্গে জড়িত ছিল।

New Delhi: পাকিস্তানের প্রাক্তন সেনাই খুন করেছিল পহেলগাঁওয়ের পর্যটকদের, সামনে এল ছবি
পাকিস্তানের প্রাক্তন সেনা
| Edited By: | Updated on: Jul 29, 2025 | 9:29 PM
Share

দিল্লি: জঙ্গি দমন অভিযানে বিরাট সাফল্য পেয়েছিল যৌথ বাহিনী। সোমবার অপারেশন মহাদেবে নিকেশ হয় তিন জঙ্গি। নিহত জঙ্গিদের মধ্যে রয়েছে লস্কর-ই-তইবার শীর্ষ কমান্ডার হাসিম মুসা। এর পাশাপাশি রয়েছে দুই পাকিস্তানি নাগরিক হাবিব তাহির ও জিবরান। এদের সকলের ছবি প্রকাশ্যে এসেছে। জানা যাচ্ছে, এদের মধ্যে হাবিব আবার পাকিস্তানের প্রাক্তন পাক সেনা।

সূত্রের খবর, এই হাবিব পাকিস্তানের খাই গালার বাসিন্দা। পহেলগাঁওয়ে পর্যটকদের খুনের ঘটনায় জড়িত ছিল সে বলে মনে করা হচ্ছে। বস্তুত, আজ সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান যে তিন ‘অপারেশন মহাদেবে’ খতম হওয়া তিন জঙ্গি পহেলগাঁওয়ে হামলার সঙ্গে জড়িত ছিল। তিনি বলেন, “বৈসরণে আমাদের দেশের নাগরিকদের হত্য়া করেছিলেন। সেই তিন জঙ্গিকেই খতম করা হয়েছে।” একই সঙ্গে তাঁর আরও সংযোজন, “এই সন্ত্রাসবাদীদের দেহ শনাক্ত করেছে তাদের পরিবার-পরিজনেরাও। পহেলগাঁও হামলায় যে বন্দুকের গুলি ব্যবহার করা হয়েছিল। এই তিন নিহতের থেকে সেই একই বন্দুকের গুলিই উদ্ধার হয়েছে।” শাহ আরও জানিয়েছেন, “খতম হওয়া জঙ্গিদের থেকে চকোলেট উদ্ধার করেছে পুলিশ। এই চকোলেটগুলি পাকিস্তানে তৈরি। অনুমান অনেক দিন ধরে আত্মগোপন থাকার জন্যই এই চকোলেটগুলি নিয়েছিল তারা। এছাড়াও, পাক ভোটার কার্ড-সহ বিভিন্ন নথি পাওয়া গিয়েছে।”

উল্লেখ্য, সোমবার সকাল ১১টা নাগাদ শ্রীনগরের কাছে লিডবাসে এনকাউন্টার শুরু হয়। আগে থেকে পাওয়া সূত্র ধরে মাউন্ট মহাদেবের পাদদেশে বিরাট অভিযান শুরু করে যৌথ বাহিনী। প্রায় ৪ ঘণ্টা গুলির লড়াই চলার পর ৩ জঙ্গিকে নিকেশ করা হয়।