Bengaluru cafe blast: বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণ: আততায়ীর ছবি দিয়ে ১০ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা NIA-র

Mar 06, 2024 | 4:36 PM

Bengaluru cafe blast: হামলাকারী সম্পর্কে তথ্যের জন্য ১০ লক্ষ টাকা নগদ পুরস্কার ঘোষণা করল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ। এনআইএ জানিয়েছে, তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে। তাই, আততায়ী সম্পর্কে তথ্য জানালে, প্রতিহিংসার শিকার হওয়ার ভয় নেই।

Bengaluru cafe blast: বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণ: আততায়ীর ছবি দিয়ে ১০ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা NIA-র
আততায়ীর সম্পর্কে তথ্য জানতে ১০ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করল NIA
Image Credit source: Twitter

Follow Us

বেঙ্গালুরু: বেঙ্গালুরুর রামেশ্বরমে ক্যাফে বিস্ফোরণ মামলায়, হামলাকারী সম্পর্কে তথ্যের জন্য ১০ লক্ষ টাকা নগদ পুরস্কার ঘোষণা করল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ। এনআইএ জানিয়েছে, তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে। তাই, আততায়ী সম্পর্কে তথ্য জানালে, প্রতিহিংসার শিকার হওয়ার ভয় নেই। ১ মার্চ এই বিস্ফোরণ ঘটেছিল। একটি কম-তীব্রতার আইইডি ব্যবহার করা হয়েছিল। বিস্ফোরণে, ক্যাফেটিতে সেই সময় থাকা অন্তত ১০ জন ব্যক্তি আহত হয়েছিলেন। এনআইএ, এদিন অভিযুক্তের ছবি-সহ একটি ‘ওয়ান্টেড’ পোস্টার প্রকাশ করেছে। ছবিতে অভিযুক্তকে চশমা এবং টুপি পরা অবস্থায় দেখা গিয়েছে।

রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণ মামলার এই সন্দেহভাজন ব্যক্তির ছবি ধরা পড়েছিল সিসিটিভি ক্যামেরার ফুটেজে। এই ফুটেজের সূত্র ধরে পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি একটি বাস নিয়ে ক্যাফেতে পৌঁছেছিল। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে সে রেস্তোরাঁয় প্রবেশ করেছিল। তার সঙ্গে একটা ব্যাগ ছিল, পরনে ছিল ধুসর রঙের টিশার্ট। একটি রাভা ইডলির অর্ডার দিয়ে সে ডাইনিং এলাকায় গিয়েছিল। সব মিলিয়ে ৯ মিনিট সে ক্যাফেটিতে ছিল। তবে অর্ডার করা খাবার সে খায়নি। ডাইনিং এলাকায় সেই ব্যাগ ফেলে সে ওই রেস্তোরাঁ থেকে বেরিয়ে এসেছিল। বেঙ্গালুরুর পুলিশ কমিশনার বি দয়ানন্দ জানিয়েছেন, এই ক্যাফে বিস্ফোরণ মামলার তদন্ত সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযুক্তর বয়স ২৮ থেকে ৩০ বছর।

এখনও পর্যন্ত এই ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করা যায়নি। তবে, এই বিস্ফোরণের ঘটনা নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে। ধারওয়াড়, হুবলি এবং বেঙ্গালুরু থেকে এই চারজনকে আটক করেছে পুলিশ। দয়ানন্দ জানিয়েছেন, পুলিশ বেশ কিছু সূত্র পেয়েছে। সেগুলির ভিত্তিতে পুলিশের বেশ কয়েকটি দল বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে। এই ঘটনার প্রেক্ষিতে বেঙ্গালুরু শহর জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর, এম চিন্নাস্বামী ক্রিকেট স্টেডিয়াম, বিভিন্ন বাস স্ট্যান্ড, রেলস্টেশন এবং অন্যান্য যে যে এলাকায় প্রচুর লোক সমাগম হয়, সেই সব জায়গায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। এরই মধ্যে, এই ওয়ান্টেড পোস্টার প্রকাশ করল এনআইএ।

Next Article