মুম্বই: মুকেশ অম্বানী(Mukesh Ambani)-র বাড়ির সামনে বিস্ফোরক বোঝাই গাড়ি উদ্ধারের তদন্ত ঘিরে এবার টানাপোড়েন শুরু হল কেন্দ্র বনাম রাজ্য় সরকারের। দু’দিন আগেই জাতীয় তদন্তকারী সংস্থা(National Investigation Agency)-র হাতে মামলার তদন্তভার তুলে দেওয়ার দাবি জানায় মহারাষ্ট্রের বিজেপি(BJP) সংগঠন। এরপরই সোমবার এনআইএ (NIA) নিজের হাতে তদন্তভার তুলে নেয়। এদিকে, কেন্দ্রের এই সিদ্ধান্তে ক্ষেপেছেন মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে(Uddhav Thackeray)। তাঁর মতে, এর পিছনে নিশ্চয়ই অন্য কোনও কারণ রয়েছে।
২৫ ফেব্রুয়ারি মুম্বইয়ে মুকেশ অম্বানীর বাড়ি “অ্যান্টিলিয়া”(Antilia)-র সামনে থেকে একটি পরিত্যক্ত গাড়ি উদ্ধার করা হয়। গাড়ির ভিতর থেকে উদ্ধার হয় ২০টি জিলেটিন স্টিক (Gelatin Stick) ও ডিটোনেটর(Detonator)। এরপরই তদন্ত শুরু করে মুম্বই পুলিশ(Mumbai Police)। সম্প্রতি পরিত্যক্ত গাড়ির মালিকের মৃতদেহও উদ্ধার হয়। এরপরই রবিবার মহারাষ্ট্রের অপরাধ দমন শাখা অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে অপরাধমূলক চক্রান্ত ও অপরাধের প্রমাণ লোপাটের অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে।
আরও পড়ুন: করোনা পরিস্থিতি ‘উদ্বেগজনক’, জারি হতে পারে লকডাউন, বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
পরেরদিনই এনআইএ তদন্তের দায়ভার নেওয়ায় চটেছেন মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “এর পিছনে অন্য কোনও চক্রান্তের গন্ধ পাওয়া যাচ্ছে। সরকার আসে-যায়, কিন্তু প্রশাসনিক সংগঠন একই থেকে যায়। প্রশাসনের উপর আস্থা রাখা উচিত সরকারের। আমরা এটিএসের হাতে বিস্ফোরক ভর্তি গাড়ি উদ্ধারের মামলাটি তুলে দিয়েছিলাম। তাঁরা নিশ্চয়ই মামলার সুরাহা করতে পারতেন। কিন্তু এনআইএ নিজের হাতে তদন্তভার তুলে নিয়েছে। এটাই সন্দেহজনক বলে মনে হচ্ছে।”
অন্যদিকে, মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ(Anil Deshmukh) সোমবারই বিধানসভায় বলেন, “অম্বানীর বাড়ির সামনে থেকে বিস্ফোরক ভর্তি গাড়ি উদ্ধার ও গাড়িমালিকের রহস্যজনক মৃত্যুর মামলা সমাধান করার ক্ষমতা রয়েছে রাজ্য পুলিশের।”
আরও পড়ুন: ‘দলে থাকলে মুখ্যমন্ত্রী হতে পারতেন, এখন..’, ‘প্রাক্তন’কে বার্তা সাংসদের