GST Council Meeting: ক্ষুদ্র ব্যবসায়ীরা পাবেন ছাড়! পুরনো গাড়ি বিক্রিতে বাড়ল GST, বড় ঘোষণা অর্থমন্ত্রীর
GST Council Meeting: অর্থমন্ত্রী জানান, ছোট ব্যবসায়ীদের জিএসটি রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় যেন অসুবিধা নয়, সেই বিষয়টি খেয়াল রেখেই গোটা পদ্ধতিতে খানিকটা সহজ ও শিথিল করল জিএসটি কাউন্সিল।
নয়াদিল্লি: ৫৫তম জিএসটি কাউন্সিলিংয়ের বৈঠকে বিরাট সিদ্ধান্ত অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের। এদিন ছোট ব্যবসায়ীদের জন্য জিএসটি রেজিস্ট্রেশনের প্রক্রিয়ায় বড় ছাড় কেন্দ্রের। পাশাপাশি স্কিল ডেভেলপমেন্ট কেন্দ্রীক ব্যবসাকে জিএসটির ঘেরাটোপ থেকে রেহাই দেওয়ার ঘোষণা করেন তিনি।
এদিন অর্থমন্ত্রী জানান, ছোট ব্যবসায়ীদের জিএসটি রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় যেন অসুবিধা নয়, সেই বিষয়টি খেয়াল রেখেই গোটা পদ্ধতিতে খানিকটা সহজ ও শিথিল করল জিএসটি কাউন্সিল।
তবে শুধু তা-ই নয়, ফের একগুচ্ছ পণ্যে কর কমানোর সুপারিশ দিল কাউন্সিল। ফলত, দিন কয়েকের মধ্যেই তার প্রভাব চাল থেকে চিকিৎসা পড়তে পারে বলেই সম্ভবনা। কমতে পারে দর। জানা গিয়েছে, গুণগত মানের দিক থেকে ভাল চালের ক্ষেত্রে জিএসটি কমানোর সুপারিশ করা হয়েছে। সেক্ষেত্রে দাম কমতে পারে চালের। তবে চালের দর কমলেও, দাম বাড়বে প্যাকেট জাত দ্রব্যের। দাম বাড়বে নুন ও মশলাযুক্ত রেডি টু ইট পপকর্নের। এই ক্ষেত্রে জিএসটি বৃদ্ধির সুপারিশ দিয়েছে কাউন্সিল।
অন্য দিকে, বৈদ্যুতিন গাড়ির দামেও বড় পরিবর্তনের সুপারিশ জিএসটি কাউন্সিলের। বৈদ্যুতিন গাড়ির বিক্রি বাড়াতে তাতে ৫ শতাংশ জিএসটি ধার্য করেছে কাউন্সিল। কিন্তু বিপত্তি বাড়ছে ব্যবহৃত বৈদ্যুতিন গাড়ি বিক্রির ক্ষেত্রে। জানা যায়, সেকেন্ড হ্যান্ড বৈদ্যুতিন গাড়ির বিক্রির ক্ষেত্রে ১৮ শতাংশ লাগু করার সুপারিশ দিয়েছে জিএসটি কাউন্সিল।