সোহমের এলাকায় জিতে গেল তৃণমূল, উড়ল সবুজ আবির

Medinipur: জানা যাচ্ছে,হবিচক সমবায় কৃষি উন্নয়ন সমিতির প্রতিনিধি নির্বাচন ছিল রবিবার। দুপুর দু'টোর পর থেকে ভোট গণনা শুরু হয়। সেই গণনার শেষে তৃণমূল কংগ্রেসের ব্যাপক জয়। চল্লিশটি আসনের মধ্যে চল্লিশটিতেই জয়ী তৃণমূল কংগ্রেস।

সোহমের এলাকায় জিতে গেল তৃণমূল, উড়ল সবুজ আবির
উড়ল সবুজ আবির Image Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 22, 2024 | 8:15 PM

চণ্ডীতলা: তৃণমূল বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তীর বিধানসভায় ব্য়াপক জয় পেল তৃণমূল। পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে সমবায় সমিতির নিবাচনে জয়ের ধ্বজা ওড়াল ঘাসফুল শিবির।

জানা যাচ্ছে,হবিচক সমবায় কৃষি উন্নয়ন সমিতির প্রতিনিধি নির্বাচন ছিল রবিবার। দুপুর দু’টোর পর থেকে ভোট গণনা শুরু হয়। সেই গণনার শেষে তৃণমূল কংগ্রেসের ব্যাপক জয়। চল্লিশটি আসনের মধ্যে চল্লিশটিতেই জয়ী তৃণমূল কংগ্রেস।

পঞ্চায়েত নির্বাচন এ লোকসভা নির্বাচনে যে সমস্ত বুথে বিজেপি ব্যাপক পরিমাণ লিড ছিল। সেই সমস্ত বুথেও তৃণমূল কংগ্রেসের জয় জয়কার। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রেয়াংশু শেখর পণ্ডিত বলেন, “আমি বারেবারে একটা কথা বলছি মানুষ ভুল বুঝে সাময়িক ভাবে আমাদের থেকে দূরে সরে গিয়েছিল। তবে মানুষ এখন জানতে পেরেছে এলাকার উন্নয়ন একমাত্র তৃণমূল কর্মীর পক্ষেই সম্ভব। তাঁরা বুঝতে পেরেছেন এই উন্নয়ন অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া সম্ভব নয়। তাই মানুষ আবার ওদের কাছ থেকে আমাদের কাছে ফিরে আসছে। আর ঝাঁকে-ঝাঁকে আমাদের দলে যোগদান করছে।” প্রসঙ্গত, লোকসভা ভোটে সারা রাজ্যে ভাল ফল করেছিল তৃণমূল। তবে পূর্ব মেদিনীপুরে দাগ কাটতে পারেননি। কিন্তু সমবায় ভোটের রেজাল্ট যেন অন্য কথা বলছে। পূর্ব মেদিনীপুরের একাধিক জায়গায় জয় ঘাসফুল শিবিরের।