Nitish Kumar-Lalu Prasad: ‘চাইলে আমায় গুলি করুক…’ লালুর চ্যালেঞ্জকে হেসেই উড়িয়ে দিলেন নীতীশ

Nitish Kumar Laughs off Lalu Prasad's Challenge: পটনা ফেরার পথে গতকালই সাংবাদিকরা মুখ্যমন্ত্রী তথা জেডিইউ নেতা নীতীশ কুমারের কাছে লালু প্রসাদের এই মন্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে হাসিতে ফেটে পড়েন তিনি।

Nitish Kumar-Lalu Prasad: 'চাইলে আমায় গুলি করুক...' লালুর চ্যালেঞ্জকে হেসেই উড়িয়ে দিলেন নীতীশ
বিরোধীদের সঙ্গে বন্ধু বিজেপিকেও বিঁধলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। ফাইল চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 27, 2021 | 11:35 AM

পটনা: দীর্ঘ অসুস্থতা কাটিয়ে অবশেষে বিহারে ফিরেছেন লালু প্রসাদ যাদব। এসেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন দীর্ঘ সময়ের প্রতিদ্বন্দ্বী তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে। ৩০ অক্টোবর উপনির্বাচনে শাসক জোটকে হারানোর যে শপথ নিয়েছেন লালু প্রসাদ, তা শুনে হেসেই উড়িয়ে দিলেন জেডি(ইউ) নেতা নীতীশ কুমার (Nitish Kumar)।

সোমবারই সংবাদসংস্থা এএনআইকে সাক্ষাৎকার দিতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব জানিয়েছিলেন তিনি কুশেশ্বর আস্থান ও তারাপুরে নির্বাচনী প্রচারে অংশ নেবেন। তাঁর অবর্তমানে দুই ছেলে যেভাবে দলের কাণ্ডারী হয়ে উঠেছে, তার প্রশংসা করে লালু বলেন, “আমি জানি তেজস্বী ওই দুটি জায়গায় প্রচার চালাচ্ছে এবং এনডিএ জোটকে কড়া টক্কর দিচ্ছে। আমি প্রচারে গিয়ে এবার তাদের বিসর্জন নিশ্চিত করব।”

পটনা ফেরার পথে গতকালই সাংবাদিকরা মুখ্যমন্ত্রী তথা জেডিইউ নেতা নীতীশ কুমারের কাছে লালু প্রসাদের এই মন্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে হাসিতে ফেটে পড়েন তিনি। কোনও মতে হাসি সামলিয়ে তিনি বলেন, “উনি যদি চান, তবে আমায় গুলি মারতে পারেন, কিন্তু আর কিছু করতে পারবেন না।”

তিন বছর রাজনীতির ময়দান থেকে সম্পূর্ণ দূরে থাকার পর উপনির্বাচনের মুখেই লালুর কামব্যাকে বেড়েছে ভোটের উত্তাপ। পশু খাদ্য কেলেঙ্কারি মামলায় জেল ও পরবর্তী সময়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় দীর্ঘ সময় ধরে হাসপাতালে ভর্তি থাকার পর সম্প্রতি রাজ্যে ফিরতেই একের পর এক মন্তব্যে শিরোনামে উঠে এসেছেন।

সোমবারই সংবাদসংস্থা এএনআইকে সাক্ষাৎকার দিতে গিয়ে লালু প্রসাদ যাদব বলেন, “আমি অসুস্থ থাকায় ও জেলবন্দি থাকার কারণে দুটি নির্বাচনে অংশ নিতে পারিনি। এখন উপ-নির্বাচন হচ্ছে, সেই সময়ই আমি ফিরে আসতে পেরেছি কেবল মানুষের ভালবাসাতেই।”

অন্যদিকে, মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে কটাক্ষ করে তিনি বলেন, “নীতীশ কুমারের খুব প্রশংসা করা হচ্ছে। প্রধানমন্ত্রী মোদী ও বিজেপি ভাল জানবে, সবাই স্লোগান দিচ্ছেন যে প্রধানমন্ত্রী হওয়া উচিত নীতীশ কুমারের মতো। ওনার এতটাই অহংকার ও লোভ রয়েছে।”

কংগ্রেসের সঙ্গে জোট নিয়েও যে চাপান-উতোর চলছে, তা নিয়ে প্রশ্ন করা হলে লালু প্রসাদ বলেন, “কংগ্রেসের জোট কোথায়? আমরা কেন নিজেদের আসন কংগ্রেসকে দিয়ে দেব, যাতে ওরা সেই আসনেও হারে?” লালুর এই মন্তব্যের পরই শুরু হয়েছে তরজা। বিহারে কংগ্রেসের ইনচার্জ ভক্ত চরণ দাস এই মন্তব্যের সমালোচনা করে বলেন, ” আরজেডি মাত্র একটি আসন কংগ্রেসকে দিয়েছে। এধরনের মন্তব্য করে নিজেদের আত্মসম্মানই খোয়াচ্ছে আরজেডি নেতারা। দুই দলের মধ্যে জোট এখনও অটুটই রয়েছে।”

২০২০ সালের বিধানসভা নির্বাচনে একক দল হিসাবে সর্বাধিক ভোট পেলেও কংগ্রেস ৭০ টি আসনের মধ্যে মাত্র ১৯টি জেতায় বিরোধীদের আসনে বসতে বাধ্য হওয়ার ক্ষোভ যে এখনও লালু প্রসাদের মনে রয়ে গিয়েছে, তা স্পষ্ট।

আরও পড়ুন: Corona Outbreak: উৎসবের মরশুমে আতঙ্ক বাড়াচ্ছে মৃত্যু, এক লাফে টপকালো ৫০০ গণ্ডি