Nitish Kumar: ‘খতম’ নীতীশ-লালু দোস্তি? ভাঙার মুখে মহাগঠবন্ধন, বৈঠকে লালু-চিরাগ

Jyotirmoy Karmokar | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jan 26, 2024 | 6:22 AM

Bihar Grand Alliance: ২০২২ সালেই বিহারে এনডিএ জোট ছেড়ে বেরিয়ে আসেন তিনি। আরজেডি, কংগ্রেস সহ ১৯টি দলের সঙ্গে মহা গঠবন্ধন জোট তৈরি করেন। কিন্তু এক বছর যেতে না যেতেই সেই জোটে ফাটল। জল্পনা শোনা যাচ্ছে, মহাজোট ছেড়ে বেরনোর প্রস্তুতি নিচ্ছেন নীতীশ।

Nitish Kumar: খতম নীতীশ-লালু দোস্তি? ভাঙার মুখে মহাগঠবন্ধন, বৈঠকে লালু-চিরাগ
ফাইল চিত্র
Image Credit source: PTI

Follow Us

নয়া দিল্লি: লোকসভা নির্বাচনের মুখেই ইন্ডিয়া জোটে (INDIA Alliance) বড় ফাটল। একদিকে বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) একা লড়ার কথা বলেছেন। অন্যদিকে, পঞ্জাবের আপ সরকারও কংগ্রেসকে (Congress) আসন ছাড়তে নারাজ। এই টালমাটাল পরিস্থিতিতেই আরও বড় ধাক্কা। ভেঙে চৌচির হতে পারে ইন্ডিয়া, কারণ জোট ছেড়ে বেরিয়ে যেতে পারেন মূল কাণ্ডারী নীতীশ কুমারই (Nitish Kumar)। বিহারে যে গঠবন্ধনের সরকার চলছে, সেখানেও আবার জোট বদল করতে পারেন বিহারের মুখ্যমন্ত্রী, এমনটাই জোর জল্পনা। আর তা নিয়েই সরগরম বিহারের রাজ্য রাজনীতি। সূত্রের খবর, পরিবারতন্ত্র নিয়ে সম্প্রতিই আক্রমণ করেছিলেন নীতীশ, তারপরই চওড়া হয় ফাটল।

ভোলবদলে এক্সপার্ট নীতীশ কুমার। সময় বুঝে জোট বদল করতে তাঁর জুরি মেলা ভার। সেই কারণেই সমালোচকরা কটাক্ষ করে তাঁকে ‘পাল্টিরাম’ও বলেন। বিহারের গত বিধানসভা নির্বাচনে জোটে থেকেও বিজেপি কার্যত কোণঠাসা করে দিয়েছিল জেডিইউ-কে। মুখ্যমন্ত্রী পদ পেলেও খুশি ছিলেন না নীতীশ কুমার। ২০২২ সালেই বিহারে এনডিএ জোট ছেড়ে বেরিয়ে আসেন তিনি। আরজেডি, কংগ্রেস সহ ১৯টি দলের সঙ্গে মহা গঠবন্ধন জোট তৈরি করেন। কিন্তু এক বছর যেতে না যেতেই সেই জোটে ফাটল। জল্পনা শোনা যাচ্ছে, মহাজোট ছেড়ে বেরনোর প্রস্তুতি নিচ্ছেন নীতীশ।

আর জোট ভাঙার জল্পনা শুরু হতেই নড়েচড়ে বসেছেন জোটের শরিকরা। বৃহস্পতিবারই দলের শীর্ষ নেতৃত্বদের নিয়ে জরুরি বৈঠক ডাকেন আরজেডি নেতা লালু প্রসাদ যাদব। বিহারের বিধানসভার স্পিকার অওয়াধ বিহারী চৌধুরীকে ফোন করেন লালু।অন্যদিকে, ভিনরাজ্যে পূর্বনির্ধারিত সফরসূচি বাতিল করে দেন ডেপুটি স্পিকার মহেশ্বর হাজারি।

এদিকে, বৃবস্পতিবার জেডিইউ-র নেতাদের নিয়ে বৈঠকে বসেছিলেন নীতীশ কুমারও। তবে সেই বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে জানা যায়নি। রাতেই এলজেপির নেতাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন চিরাগ পাসওয়ান।

সূত্রের খবর, দিল্লিতে জরুরি তলব করা হয় সুশীল মোদীকেও। তাঁর সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই বৈঠকের পরই এনডিএ-তে নীতীশের প্রত্যাবর্তন নিয়ে জল্পনা আরও বেড়েছে। লোকসভার আগেই আবার জোটের নৌকা বদল করেন কি না নীতীশ, তাই-ই এখন দেখার।

Next Article