নয়া দিল্লি: করোনার (COVID 19) দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত দেশ। এই আবহে নিজের জন্মদিন পালন না করার সিদ্ধান্ত নিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। দল জানিয়েছে, রাহুলের জন্মদিনে সারা দেশ জুড়ে করোনায় বিধ্বস্তদের ত্রাণ জোগানোর কাজ করবে তারা। কংগ্রেসের পক্ষ থেকে টুইটে লেখা হয়েছে, “জন্মদিনে শ্রী রাহুল গান্ধীর সুস্বাস্থ্য ও খুশি কামনা করি। দ্বিতীয় ঢেউয়ের আবহে মি. গান্ধী জন্মদিন না পালন করার সিদ্ধান্ত নিয়েছেন।”
রাজধানীতে কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে, রাহুল গান্ধীর জন্মদিন ‘সেবা দিবস’ হিসেবে পালন করার। রাহুল গান্ধীর জন্মদিন উপলক্ষে কংগ্রেস দিল্লিতে অত্যাবশ্যক সামগ্রী, মাস্ক, ওষুধ পুরসভার ২৭২ ওয়ার্ডে বিতরণ করেছে। পাশাপাশি দিল্লি কংগ্রেস নেতৃত্ব করোনা স্বজনহারাদের বাড়ি গিয়েও তাঁদের সাহায্য করেন এ দিন।
We wish Shri @RahulGandhi health & happiness on his birthday.
In view of the second COVID wave & the incredible difficulties people are facing, Mr. Gandhi has chosen not to celebrate his birthday. Instead he has urged Congress workers to continue their relief work around India.
— Congress (@INCIndia) June 19, 2021
একই ছবি মণিপুরেও। সেখানেও প্রদেশ কংগ্রেস সভাপতি রেশন বিতরণ করেন। সোশ্যাল মিডিয়ায় হাজারো জন্মদিনের শুভেচ্ছা পেয়েছেন রাহুল। জন্মদিনে রাহুল গান্ধীকে শুভেচ্ছা জানিয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন-সহ আরও অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব। এ বার ৫১-য় পা দিলেন রাহুল গান্ধী। তাঁর জন্মদিনে কংগ্রেস সাংসদ শশী থরুরও টুইট করে আগামীর শুভেচ্ছা জানিয়েছেন।
আরও পড়ুন: ২০২০ সালে সুইস ব্যাঙ্কে রেকর্ড টাকা জমা করেছেন ভারতীয়রা? কেন্দ্রের দাবি…