Video: ঘুষি, লাথি, মদের বোতল ছোড়া – বাদ নেই কিছুই, নয়ডার পানশালা যেন কুস্তির আখড়া
Noida Bar Fight: দুই পক্ষই মদ্যপ। সেই অবস্থায় তাঁরা একে অপরকে ধাক্কা দিচ্ছেন, লাথি মারছেন এবং ঘুসি মারছেন, গালিগালাজ করছেন। শুধু তাই নয়, একে অপরের দিকে মদের বোতল ছুড়তেও দেখা যায়।

নয়ডা: ভারতের অন্যতম অভিজাত এলাকা হিসেব পরিচিত রাজধানীর দিল্লির অনতিদূরে অবস্থিত শহর নয়ডা। শনিবার (২ সেপ্টেম্বর) রাতে, এই নয়ডারই গার্ডেন্স গ্যালেরিয়া নামে এক শপিং মলের ভিতরে অবস্থিত এক বারে তীব্র সংঘর্ষে জড়াতে দেখা গেল দুই দল পুরুষকে। উত্তপ্ত তর্কে-বিতর্কের মধ্যে আচমকাই একে অপরকে শারীরিকভাবে আক্রমণ করা শুরু করেছিলেন দুই পক্ষ। ঘটনার একটি ভিডিয়ো ব্যাপকভাবে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে দুই পক্ষই মদ্যপ। সেই অবস্থায় তাঁরা একে অপরকে ধাক্কা দিচ্ছেন, লাথি মারছেন এবং ঘুসি মারছেন, গালিগালাজ করছেন। শুধু তাই নয়, একে অপরের দিকে মদের বোতল ছুড়তেও দেখা যায়। ঠিক কী কীরণে পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছিল, তা এখনও জানা যায়নি।
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে ‘এফ বার এন্ড লাউঞ্জ’-এ। বারের কর্মী এবং সেখানে উপস্থিত আরও অনেকে উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করেছিলেন। কিন্তু, কোনও পক্ষই পিছু হটতে রাজি হননি। এদিকে এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হতেই, পদক্ষেপ করেছে পুলিশ। এই ঘটনার বিষয়ে তদন্ত শুরু হয়েছে। তবে, নয়ডার শপিং মলে বা বারে মদ্যপদের সংঘর্ষের ঘটনা এই প্রথম নয়। এর আগেও বেশ কয়েকবার একই ধরনের ঘটনার জন্য শিরোনামে উঠে এসেছে নয়ডার নাম। এমনকি, এই গার্ডেন গ্যালেরিয়া মলেই কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে মৃত্যু হয়েছিল এক ব্যক্তির।
A fight erupted at a bar in Noida’s Gardens Galleria mall, with a viral video showing groups of men throwing punches, kicks, and abuses at each other. #Noida #UttarPradesh pic.twitter.com/vA6GYO7AeF
— Siraj Noorani (@sirajnoorani) September 3, 2023
২০২২-এর ডিসেম্বরে, নয়ডার ‘সূত্র’ নামে এক বার কাম রেস্তোরায় দুই গোষ্ঠী সংঘর্ষে জড়িয়েছিল। একই বছরের এপ্রিল মাসে, বিল পরিশোধ নিয়ে গার্ডেন গ্যালেরিয়া মলের লস্ট লেমনস রেস্টো বারে, কর্মচারীদের সঙ্গে বাক-বিতন্ডায় জড়িয়েছিলেন ব্রজেশ নামে ৩০ বছর বয়সী এক ব্যক্তি। বারকর্মীদের প্রহারে গুরুতর আহত হন তিনি। তাঁকে অবিলম্বে নিকটস্থ এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়েছিল। ওই ঘটনার প্রেক্ষিতে ওই লস্ট লেমনস রেস্ট্রো-বারটি সিল করে দেওয়া হয়েছিল এবং বারটির ১৬ জন কর্মচারীকে আটক করা হয়েছিল। এবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। ঠিক কী কারণে ওই সংঘর্ষ বেঁধেছিল এবং করা কারা এই ঘটনায় জড়িত ছিলেন, তা খতিয়ে দেখছে নয়ডা পুলিশ।
