Noida Twin Tower Demolition : ৭০ কোটির টুইন টাওয়ার, এক পলকেই ধূলিসাৎ, দেখুন ভিডিয়ো

| Edited By: | Updated on: Aug 28, 2022 | 5:00 PM

Noida Twin Tower Demolition : বেআইনি নির্মাঁণের অভিযোগেই ২০২১ সালে সুপ্রিম কোর্টের তরফে নয়ডার এই বিশাল ইমারত ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়। মাত্র ৯ সেকেন্ডের মধ্যেই ৩৭০০ কেজি বিস্ফোরক দিয়ে ভেঙে ফেলা হবে।

Noida Twin Tower Demolition : ৭০ কোটির টুইন টাওয়ার, এক পলকেই ধূলিসাৎ, দেখুন ভিডিয়ো
ভেঙে ফেলা হল টুইন টাওয়ার

দীর্ঘ ৯ বছরের মামলা। অবশেষে আজ, রবিবার ধ্বংস করে ফেলা হবে নয়ডার টুইন টাওয়ার। বেআইনি নির্মাঁণের অভিযোগেই ২০২১ সালে সুপ্রিম কোর্টের তরফে নয়ডার এই বিশাল ইমারত ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়। মাত্র ৯ সেকেন্ডের মধ্যেই ৩৭০০ কেজি বিস্ফোরক দিয়ে ভেঙে ফেলা হবে। কুতুব মিনারের থেকেও বেশি উচ্চতার এই টুইন টাওয়ার ভেঙে ফেলা হবে। ইতিমধ্যেই গোটা এলাকা খালি করে ফেলা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ। এসে পৌঁছেছে ইঞ্জিনিয়ার, এনডিআরএফ বাহিনীও। এই টুইন টাওয়ার ভাঙতে খরচ হবে ২০ কোটি টাকা। এর মধ্যে ৫ কোটি টাকা দেবে নির্মাণকারী সংস্থা, বাকি ১৫ কোটি টাকা ধ্বংসাবশেষ বিক্রি করে তোলা হবে বলে জানা গিয়েছে।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 28 Aug 2022 03:51 PM (IST)

    সাড়ে ৬ টার বাড়িতে ফিরতে পারবেন স্থানীয় বাসিন্দারা

    নয়ডার সিইও রীতু মহেশ্বরী জানিয়েছেন, এলাকা পরিষ্কারের কাজ শুরু হয়েছে। এলাকায় বিদ্যুৎ পরিষেবা চালু করা হবে। সন্ধে সাড়ে ৬ টার পর এলাকাবাসীদের নিজেদের বাড়িতে ঢুকতে দেওয়া হবে।

  • 28 Aug 2022 03:46 PM (IST)

    টুইন টাওয়ারের ধ্বংসাবশেষ

    ধূলোমাখা বাতাসে পড়ে রয়েছে টুইন টাওয়ারের ধ্বংসাবশেষ।

  • 28 Aug 2022 03:44 PM (IST)

    ধূলোর দাপট কমাতে অ্য়ান্টি-স্মগ গান

    এলাকায় ধূলোর দাপট কমাতে অ্য়ান্টি-স্মগ গান ব্যবহার করে জল স্প্রে করা হচ্ছে।

  • 28 Aug 2022 02:56 PM (IST)

    টুইন টাওয়ারের জায়গায় এখন ধ্বংসস্তূপ

    জোড়া অট্টালিকা ভেঙে যাওয়ার পর ধূলোয় ঢেকে গিয়েছে এলাকা। টুইন টাওয়ারের জায়গায় পড়ে রয়েছে ধ্বংসস্তূপ।

    Noida, UP | Mountain of debris laid bare, in wake of the demolition of #SupertechTwinTowers pic.twitter.com/RuKdqkNrlH

    — ANI (@ANI) August 28, 2022

  • 28 Aug 2022 02:47 PM (IST)

    চারিদিকে শুধু ধূলো

    মাত্র ৯ সেকেণ্ডে সব শেষ। ধূলিসাৎ হয়ে গেল ১০০ মিটারের ৪০ তলা নির্মাণ। বিস্ফোরক দিয়ে জোড়া অট্টালিকা ভেঙে দেওয়ার সঙ্গে সঙ্গেই ওঠে ধূলিঝড়।

  • 28 Aug 2022 02:30 PM (IST)

    ৯ সেকেণ্ডেই গুড়িয়ে যাবে জোড়া অট্টালিকা, দেখুন লাইভ ভিডিয়ো

    টিক টিক টিক…কাউন্টডাউন শুরু। মাত্র ৯ সেকেণ্ডেই ধূলিসাৎ হবে নয়ডার টুইন টাওয়ার।

  • 28 Aug 2022 01:42 PM (IST)

    শীর্ষ আদালতের নির্দেশকে সম্মান করি : সুপারটেক

    টুইন টাওয়ার ধ্বংসের আগে সুপারটেক জানিয়েছে, ‘নির্মাণের পরিকল্পনার বাইরে কিছু করা হয়নি…যদিও সুপ্রিম কোর্ট প্রযুক্তিগত কারণে এই নির্মাণকে সন্তোষজনক মনে করেনি। তাই এই নির্মাণ ধ্বংসের নির্দেশ দিয়েছে। আমরা শীর্ষ আদালতের নির্দেশকে সম্মান করি। তা বাস্তবায়নের জন্যও প্রতিশ্রুতিবদ্ধ। ‘

  • 28 Aug 2022 01:33 PM (IST)

    শেষ মুহূর্তের প্রস্তুতি এনডিআরএফ দলের

    #SupertechTwinTowers demolition | NDRF team in its final leg of preparations before the demolition begins in UP’s Noida; canine warriors brought in as well pic.twitter.com/AEUgvgA1ZJ

    — ANI (@ANI) August 28, 2022

  • 28 Aug 2022 01:31 PM (IST)

    নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হল পথকুকুরদের

    নয়ডার টুইন টাওয়ার ধ্বংসের আগে একটি এনজিও সংস্থার তরফে পথকুকুরদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হল। ওই সংস্থার তরফে জানানো হয়েছে, মোট ৩০ থেকে ৩৫ টি কুকুর সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

  • 28 Aug 2022 01:23 PM (IST)

    প্লাস্টিকে মোড়া হল আশপাশের বাড়িগুলি

    নয়ডা টুইন টাওয়ার ধ্বংসের আগেই খালি করা হয়েছে গোটা এলাকা। প্ল্যাস্টিকে মুড়ে ফেলা হয়েছে আশেপাশের বাড়িগুলিও।

  • 28 Aug 2022 01:21 PM (IST)

    টুইন টাওয়ার ধ্বংসে খুশি মামলাকারীরা

  • 28 Aug 2022 01:20 PM (IST)

    আসল এনডিআরএফ বাহিনী

    গোটা কর্মযজ্ঞে তদারকি করতে দিল্লি পুলিশের বিশাল বাহিনী মোতায়েন করা হয়েছে। উপস্থিত রয়েছে বম্ব স্কোয়াডও। বিপদ এড়াতে আশপাশের হাসপাতালে ৪০টি বেড অগ্রিম বুকিং করে রাখা হয়েছে। এসে গিয়েছে এনডিআরএফ বাহিনীও।

  • 28 Aug 2022 01:14 PM (IST)

    আজই ধ্বংস হবে টুইন টাওয়ার

    অপেক্ষা আর কিছুক্ষণের। ১০০ মিটার উচুঁ ইমারত ৯ সেকেন্ডে মিশে যাবে মাটিতে। ভারতে এই প্রথমবার এত বড় কোনও বিল্ডিং ভেঙে ফেলা হবে। দুপুর আড়াইয়েয় ধ্বংস করে দেওয়া হবে এই টাওয়ার। বর্তমানে গোটা দেশের নজর নয়ডার সেক্টর ৯৩ এ-র টুইন টাওয়ারে।

Published On - Aug 28,2022 1:08 PM

Follow Us: