ভুবনেশ্বর: একটি উড়ো চিঠি, আর তাতেই ঘুম উড়েছে ওড়িশা পুলিস-প্রশাসনের। কারণ চিঠিতে লেখা রয়েছে, যেকোনও মুহূর্তেই খুন হতে পারেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক (Naveen Patnaik)। তাঁকে খুন করার জন্য সুপারি কিলার (contractual killers) নিয়োগ করা হয়েছে, তাঁদের হাতে রয়েছে অত্যাধুনিক অস্ত্রশস্ত্রও।
গত ৫ জানুয়ারি ইংরেজি লেখা ওই বেনামী চিঠিটি পান ওড়িশার মুখ্যমন্ত্রী। সেই চিঠিতে বড় বড় হরফে লেখা রয়েছে, “আপনাকে জানাতে চাই যে, আপনাকে খুনের জন্য কয়েকজন সুপারি কিলারদের নিয়োগ করা হয়েছে। এরা সকলেই পেশাদার খুনি, এদের হাতে রয়েছে একে৪৭ (AK47) ও সেমি অটোমেটিক পিস্তল (Semi Automatic Pistol)-র মতো অত্যাধুনিক অস্ত্রশস্ত্রও।”
আরও পড়ুন: ব্রিটেন থেকে অবতরণ! ‘নেগেটিভ’ হলেও থাকতে হবে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে
বেনামী প্রেরক চিঠিতে আরও যোগ করে লেখেন, “আপনাকে মারার জন্য ইতিমধ্যেই রাজ্যে অস্ত্র নিয়ে আসা হয়েছে, যেকোনও মুহূর্তে আপনার খুন হয়ে যেতে পারে, সুতরাং সাবধান থাকুন।” প্রেরকও এও জানান যে মুখ্যমন্ত্রীকে খুন করার প্রধান চক্রী নাগপুরের বাসিন্দা।
এই চিঠি পাওয়ার পরই রাতের ঘুম উড়ে গিয়েছে পুলিস-প্রশাসনের। স্বরাষ্ট্র দফতরের বিশেষ সচিব সন্তোষ বালা (Santosh Bala) গোয়েন্দা বিভাগের ডিজি ও ভুবনেশ্বরের পুলিস কমিশনারকে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করতে বলেছেন। সত্যতা যাচাই করতে খোঁজ চলছে চিঠি প্রেরকেরও।
মুখ্যমন্ত্রীর নিরাপত্তা সম্পর্কে সন্তোষ বালা বলেন, “এই চিঠি পাওয়ার পরই মুখ্যমন্ত্রীর বাসভবন ও সচিবালয়ের নিরাপত্তা আরও কঠোর করা হয়েছে। এছাড়াও তিনি যেখানেই যাবেন, সেখানে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হবে।”
আরও পড়ুন: সুরাহার আশা নেই, তবুও অষ্টম দফা বৈঠকে কেন্দ্র-কৃষক সংগঠন