লখনউ: মনে বাসা বেঁধেছে করোনাভীতি। তাই গ্রামে সৎকার করতে দেওয়া হল না রাজকুমারী সিং (৫০)-কে। দেহ সৎকারে কারোর সাহায্য না পেয়ে একাই সাইকেলে স্ত্রীর মরদেহ চাপিয়ে সৎকারের জায়গার খোঁজে পাড়ি দিলেন ষাটোর্ধ্ব তিলকধারী সিং। তবে বুড়ো হাড়ে জোর না থাকায় মাঝরাস্তাতেই দম নিতে থামতে হয়। রাস্তার পাশেই তিনি যখন উবু হয়ে ধুঁকছেন, তখন সাইকেল আর তাঁর স্ত্রীর দেহ পড়ে রয়েছে রাস্তার উপরে। এমনই অমানবিক ঘটনার সাক্ষী থাকল উত্তর প্রদেশের জৌনপুর। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ওই বৃদ্ধের ছবি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জৌনপুর জেলার মদিয়াহু কোতয়ালি এলাকায় দীর্ঘদিন ধরেই বসবাস করছিলেন ওই দম্পতি। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন রাজকুমারী দেবী। সোমবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁর স্বামী স্থানীয় উমানাথ সিং জেলা হাসপাতালে নিয়ে যান। যদিও কিছুক্ষণের মধ্যেই সেখানে তাঁর মৃত্যু হয়। হাসপাতাল থেকে একটি অ্যাম্বুলেন্সে দেহ রেখে চলে যায়।
দেহ সৎকার করতে গিয়েই বিপাকে পড়েন ওই বৃদ্ধ। করোনার ভয়ে গ্রামে তাঁর দেহ সরকারের বাধা দেওয়া হয়। অনুনয়-বিনয় করলেও কোনও গ্রামবাসী সাহায্যের হাত বাড়িয়ে দেননি ওই বৃদ্ধের দিকে। স্ত্রীর দেহে পচন ধরতে শুরু করেছে দেখে নিজেই সাইকেলে স্ত্রীর দেহ চাপিয়ে সৎকারের জায়গা খুঁজতে বের হন। গ্রামের শেষ প্রান্তে শ্মশানে গিয়ে পৌঁছলে, সেখানেও বাধা দেওয়া হয় ওই বৃদ্ধকে।
ভর দুপুরে রোদের মধ্যে স্ত্রীর মৃতদেহ নিয়ে ঘুরে বেড়িয়ে ক্লান্ত বৃদ্ধ যখন রাস্তার ধারে বসেছিলেন, সেই সময় রাস্তাতেই পড়েছিল তাঁর স্ত্রীর মৃতদেহ। অমানবিক এই ঘটনার কথা জানতে পেরেই জৌনপুর পুলিশ হস্তক্ষেপ করে। তাদের সাহায়্য়েই মঙ্গলবার রামঘাটে ওই মহিলার শেষকৃত্য সম্পন্ন হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রামবাসীরা করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার ভয়ে দেহ সৎকার করতে দেয়নি। অথচ ওই মহিলা আদৌই করোনা আক্রান্ত হয়েছিলেন কিনা, সে বিষয়ে কিছু জানা যায়নি হাসপাতালের তরফে।
সোশ্যাল মিডিয়ায় স্ত্রী মৃতদেহ বয়ে নিয়ে যাওয়া বৃদ্ধের ছবি ভাইরাল হতেই সমালোচনার ঝড় ওঠে। গ্রামবাসীদের অমানবিকতা এবং পুলিশ-প্রশাসনের গাফিলতিকেই কাঠগড়ায় দাঁড় করানো হয়।
আরও পড়ুন: ‘ভুল তথ্য প্রচার’, ‘রিজাইনমোদী’-র হ্যাশট্যাগ সরানো ঘিরে সরকারি নির্দেশের অভিযোগ নাকচ কেন্দ্রের