SSC Recruitment Case: চাকরি থাকবে ২৫ হাজারের বেশি শিক্ষাকর্মীর? সুপ্রিম শুনানি মঙ্গলবার

Supreme Court: বস্তুত, ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের পুরো প্যানেল বাতিল করা হয়। বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ ওই প্যানেল বাতিলের নির্দেশ দেয়। দেখা যায়, গ্রুপ সি, গ্রুপ ডি, নবম-দশম ও একাদশ-দ্বাদশের মোট ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিল হয়।

SSC Recruitment Case: চাকরি থাকবে ২৫ হাজারের বেশি শিক্ষাকর্মীর? সুপ্রিম শুনানি মঙ্গলবার
প্রতীকী ছবিImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 15, 2024 | 11:03 PM

দিল্লি: চাকরি বাতিল মামলার শুনানি মঙ্গলবার। ২৫ হাজারের বেশি শিক্ষক ও শিক্ষাকর্মীর আদৌ কি চাকরি থাকবে ? সেই উত্তর মিলবে আগামিকাল। কারণ, সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে চাকরি বাতিল মামলার। কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি বাতিল হয় ২৫ হাজারের বেশি শিক্ষাকর্মীর।

বস্তুত, ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের পুরো প্যানেল বাতিল করা হয়। বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ ওই প্যানেল বাতিলের নির্দেশ দেয়। দেখা যায়, গ্রুপ সি, গ্রুপ ডি, নবম-দশম ও একাদশ-দ্বাদশের মোট ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিল হয়। এরপর রাজ্য সরকার ও এসএসসি এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। এসএসসি-র দাবি, কতজনের চাকরি অবৈধভাবে হয়েছে, তার একটা হিসেব তারা দিয়েছিল হাইকোর্টে। তারপরও কেন পুরো প্যানেল বাতিল করা হল? এই প্রশ্ন তোলে তারা।দেশের শীর্ষ আদালতের নির্দেশে এই রায়ে স্থগিতাদেশ পড়ে।

তবে আদৌ কি এই ২৫ হাজারের চাকরি বহাল থাকবে? কারণ, অভিযোগ উঠছে অনিয়মের। আর সেই মামলার শুনানি রয়েছে আগামিকাল। আদৌ এই ২৫ হাজারের চাকরি বহাল থাকবে? নাকি কিছু জনের চাকরি বেঁচে যাবে? মঙ্গলবারই মিলতে চলছে সব প্রশ্নের উত্তর।