Rahul Gandhi in ED : দ্বিতীয় দিনে রাহুলের হাজিরা, আজ কোন কোন প্রশ্নের মুখে সনিয়া পুত্র?

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Jun 14, 2022 | 2:11 PM

Rahul Gandhi in ED : ইডি দফতের সকাল ১১ টা থেকে ফের রাহুলকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। এদিন অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেডের শেয়ার সম্বন্ধিত নানা প্রশ্নের মুখোমুখি হতে পারেন তিনি।

Rahul Gandhi in ED : দ্বিতীয় দিনে রাহুলের হাজিরা, আজ কোন কোন প্রশ্নের মুখে সনিয়া পুত্র?
ছবি সৌজন্যে : PTI

Follow Us

নয়া দিল্লি : ন্যাশনাল হেরাল্ড মামলায় আর্থিক তছরুপের অভিযোগে গতকাল ইডি দফতরে প্রথম হাজিরা দেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সোমবার দুই দফায় প্রায় সাড়ে ৯ ঘণ্টার জিজ্ঞাসাবাদের মঙ্গলবার ফের তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। আজ সকাল ১১ টায় ইডি দফতরে পৌঁছোন রাহুল। তারপর থেকে এখনও তাঁকে জিজ্ঞাসাবাদ চলছে বলেই জানা যাচ্ছে। গতকালের জিজ্ঞাসাবাদে কলকাতা ভিত্তিক একটি সংস্থা ডটেক্স প্রাইভেট লিমিটেডের নাম উঠেছিল জিজ্ঞাসাবাদে। আজ কোন কোন প্রশ্নের সম্মুখীন হতে পারেন রাহুল?

ইডি সূত্রে জানা গিয়েছে, এদিন অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেডের শেয়ার প্য়াটার্ন নিয়ে রাহুল গান্ধীকে প্রশ্ন করা হতে পারে। আর যে যে প্রশ্নের সম্মুখীন হতে পারেন তিনি সেগুলি হল- অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেডের মোট কয়টি শেয়ার ছিল? কত টাকায় সেই শেয়ার কেনা হয়েছে? কতগুলি শেয়ার কেনা হয়েছে? সেই শেয়ার কেনার জন্য কোন অ্যাকাউন্ট থেকে কাদের কীভাবে পেমেন্ট করা হয়েছে?

উল্লেখ্য, ন্যাশনাল হেরাল্ড মামলায় আর্থিক তছরুপের অভিযোগে গত ১ জুন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী ও কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে হাজিরা দেওয়ার নোটিস পাঠানো হয়। ন্যাশনাল হেরাল্ড পত্রিকার মালিক সংস্থা কংগ্রেস সমর্থিত ‘ইয়ং ইন্ডিয়া’র বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগে এই মামলার তদন্ত করা হচ্ছে। ২০১৩ সালে এই বিষয়ে একটি ব্যক্তিগত ফৌজদারি মামলা করেছিলন বিজেপির রাজ্যসভার সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। তিনি অভিযোগ করেছিলেন যে, ন্যাশনাল হেরাল্ডের প্রকাশক সংস্থা ‘অ্যাসোসিয়েটেড জার্নালের’ মূল্য ২০০০ কোটি টাকারও বেশি। কিন্তু, ইয়ং ইন্ডিয়া সংস্থা মাত্র ৫০ লক্ষ টাকা দিয়ে ‘অ্যাসোসিয়েটেড জার্নাল’ সংস্থাকে অধিগ্রহণ করেছিল। আর আজ অ্যাসোসিয়েটেড জার্নাল নিয়েই প্রশ্নের সম্মুখীন হতে পারেন রাহুল। এদিনও তাঁর হাজিরা দেওয়ার সময় আকবর রোডে বিক্ষিপ্ত উত্তেজনা দেখা যায়। সেখানে প্রতিবাদে অংশগ্রহণকারী কর্মীদের বাসে করে সরিয়ে নিয়ে যাওয়া হয়। গতকালও একই ছবি ধরা পড়েছিল রাজধানীর রাস্তায়। আজক নিশ্ছিদ্র নিরাপত্তায় চলছে রাহুলের জিজ্ঞাসাবাদ।

Next Article