Sudan operation Kaveri: ‘সেনা, পিএম মোদীকে ধন্যবাদ’, যুদ্ধবিধ্বস্ত সুদান থেকে ফিরে স্বস্তির নিঃশ্বাস ৩৬০ ভারতীয়র

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Apr 26, 2023 | 11:12 PM

Operation Kaveri: বুধ সন্ধ্যায় যুদ্ধ বিধ্বস্ত সুদান থেকে নয়াদিল্লি পৌঁছল ভারতীয় নাগরিকদের প্রথম দলটি। 'অপারেশন কাবেরীর' মাধ্যমে এদিন ৩৬০ জন ভারতীয় নাগরিক দেশে পৌঁছলেন। দেশে পৌছে ভারতীয় সেনা এবং প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানালেন তাঁরা।

Sudan operation Kaveri: সেনা, পিএম মোদীকে ধন্যবাদ, যুদ্ধবিধ্বস্ত সুদান থেকে ফিরে স্বস্তির নিঃশ্বাস ৩৬০ ভারতীয়র
নয়া দিল্লিতে নামার পর সুদান থেকে ফেরা ভারতীয়রা

Follow Us

নয়া দিল্লি: বুধ সন্ধ্যায় যুদ্ধ বিধ্বস্ত সুদান থেকে নয়াদিল্লি পৌঁছল ভারতীয় নাগরিকদের প্রথম দলটি। ‘অপারেশন কাবেরীর’ মাধ্যমে এদিন ৩৬০ জন ভারতীয় নাগরিক দেশে পৌঁছলেন। ভারতীয় নাগরিকদের দেশে পা রাখার ছবি টুইট করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সঙ্গের ক্যাপশনে তিনি লিখেছেন, “ভারত তার নিজেদের মানুষকে স্বাগত জানাল। প্রথম উড়ানটি নয়া দিল্লিতে পৌঁছেছে। অপারেশন কাবেরী ৩৬০ জন ভারতীয় নাগরিককে স্বদেশে ফিরিয়ে নিয়ে আসল।” দিন কয়েক আগেই সুদান থেকে ভারতীয় নাগরিকদের নিরাপদ এলাকায় সরিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে সৌদি আরবের বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বলেছিলেন জয়শঙ্কর। শুক্রবার সুদানের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করতে একটি উচ্চ-পর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরই শুরু হয় অপারেশন কাবেরী।

এদিন সন্ধ্যায় ভারতীয় নাগরিকদের নিয়ে বিশেষ বিমানটি নয়া দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গে চারিদিক মুখরিত হয়ে ওঠে ‘ভারত মাতা কি জয়’ স্লোগানে। ‘পিএম নরেন্দ্র মোদী জিন্দাবাদ’, ‘ভারতীয় সেনা জিন্দাবাদ’ স্লোগানও শোনা যায়। সংবাদ সংস্থা এএনআই-কে সুদান থেকে দেশে ফেরা এক ভারতীয় মহিলা বলেছেন, “ভারত সরকার আমাদের অনেক সাহায্য করেছে। আমরা যে নিরাপদে দেশে পৌঁছেছি এটা খুব বড় ব্যাপার। কারণ এটা অত্যন্ত বিপজ্জনক ছিল। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারত সরকারকে ধন্যবাদ জানাচ্ছি।” সুরেন্দ্র সিং যাদব নামে আরেক ব্যক্তি বলেছেন, “আমি একটা তথ্যপ্রযুক্তির প্রকল্প নিয়ে সেখানে গিয়েছিলাম। যুদ্ধের জেরে আটকে পড়েছিলাম। ভারতীয় দূতাবাস এবং সরকার অনেক সাহায্য করেছে। জেদ্দায় এখনও প্রায় ১০০০ ভারতীয় আছেন। সরকার দ্রুত তাদের দেশে ফেরানোর ব্যবস্থা করছে।”


সুদানে আটকে পড়া ভারতীয় নাগরিকদের সেই দেশ থেকে উদ্ধার করার অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন কাবেরী’। সোমবার মার্কিন যুক্তরাষ্ট্র এবং সৌদি আরব মধ্যস্থতাকারী হিসেবে সুদানের যুযুধান দুই পক্ষকেই ৭২ ঘণ্টার জন্য যুদ্ধবিরতিতে রাজি করিয়েছিল। ওই সময়কালে বিভিন্ন দেশ সেই দেশে আটকে পড়া তাদের নিজ নিজ নাগরিকদের দেশ ফিরিয়ে নিয়ে আসবে, এমনই চুক্তি হয়েছিল। তবে কার্যক্ষেত্রে যুদ্ধ কখনই থামেনি বলেই জানা গিয়েছে।

এর মধ্যেই সুযোগ বুঝে ভারতীয় নাগরিকদের নিরাপদ এলাকায় সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করেছে ভারত সরকার। এই উদ্ধার অভিযান পরিচালনার জন্য সৌদির রাজধানী জেদ্দায় একটি বিশেষ কার্যালয়ও স্থাপন করেছে। প্রথমে প্রত্যেক ভারতীয়কে সুদান থেকে নৌবাহিনীর জাহাজে করে নিয়ে যাওয়া হচ্ছে জেদ্দায়। সেখান থেকে সামরিক মালবাহী বিমানে করে দেশে ফিরিয়ে আনা হচ্ছে ভারতীয় নাগরিকদের। উদ্ধার অভিযানের তদারকি করতে বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভি মুরলীধরন বর্তমানে জেদ্দায় রয়েছেন।

Next Article