Manipur: সোম সকালেই গান্ধী মূর্তির পাদদেশে মণিপুর নিয়ে বিরোধীদের ধর্না, থাকছেন অভিষেক-রাহুল-সনিয়া

সোমবার ফের একবার বিরোধীদের স্লোগানে উত্তাল হতে পরে সংসদের উভয় কক্ষ। মণিপুর ইস্যুতে স্বল্পমেয়াদী আলোচনা করতে সম্মত কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের পক্ষে জানানো হয়েছে, বিরোধী নেতাদের সব প্রশ্নের জবাব দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু, এখনও পর্যন্ত বিরোধীরা প্রধানমন্ত্রীর বক্তব্যের দাবিতে অনড়।

Manipur: সোম সকালেই গান্ধী মূর্তির পাদদেশে মণিপুর নিয়ে বিরোধীদের ধর্না, থাকছেন অভিষেক-রাহুল-সনিয়া
মণিপুরের হিংসা নিয়ে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ জানাবেন বিরোধীরাImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jul 23, 2023 | 9:19 PM

নয়া দিল্লি: সোমবার (২৪ জুলাই) সংসদে গান্ধী মূর্তির পাদদেশে মণিপুরের হিংসা নিয়ে ধর্না দেবেন বিরোধী জোটের সাংসদরা। সকাল সাড়ে দশটায় এই কর্মসূচি হবে। সংসদের উভয় কক্ষে এই বিষয়ে বিবৃতিদানের জন্য প্রধানমন্ত্রীর উপর চাপ সৃষ্টি করাই এই কর্মসূচির লক্ষ্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে এই কর্মসূচিতে যোগ দেবেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা। অন্যদিকে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এই কর্মসূচির নেতৃত্ব দেবেন সনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী। সূত্রের খবর, তার আগে সকাল ১০টায়, রাজ্যসভায় বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গের চেম্বারে এক বৈঠকে মিলিত হবেন ইন্ডিয়া জোটের দলগুলির সংসদীয় নেতারা। সংসদে জোটের পরবর্তী কৌশল নিয়ে আলোচনা হবে এই বৈঠকে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার থেকে সংসদের বাদল অধিবেশন শুরু হয়েছে। প্রথম দিন থেকেই মণিপুর নিয়ে সংসদের ভিতরে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি জানিয়ে আসছেন বিরোধী দলগুলির নেতারা। এই নিয়ে হই-হট্টগোলে বাদল অধিবেশনের প্রথম দুই দিনই ভেস্তে গিয়েছে। ফলে, সোমবার ফের একবার বিরোধীদের স্লোগানে উত্তাল হতে পরে সংসদের উভয় কক্ষ। মণিপুর ইস্যুতে স্বল্পমেয়াদী আলোচনা করতে সম্মত কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের পক্ষে জানানো হয়েছে, বিরোধী নেতাদের সব প্রশ্নের জবাব দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু, এখনও পর্যন্ত বিরোধীরা প্রধানমন্ত্রীর বক্তব্যের দাবিতে অনড়। সেই সঙ্গে সময়ের কোনও সীমাবদ্ধতা ছাড়া এই বিষয়ে আলোচনা চায় বিরোধীরা।

এদিকে, রবিবারই কেন্দ্রীয় যুব ও ক্রীড়া এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর বিরোধী দলগুলিকে সংসদের ভিতরে মহিলাদের বিরুদ্ধে অত্যাচার নিয়ে আলোচনার আহ্বান জানিয়েছেন। অনুরাগ ঠাকুর বলেছেন, “যে কোনও রাজ্যেই মহিলাদের বিরুদ্ধে অত্যাচারের ঘটনা হৃদয় বিদারক।” তবে তাঁর মতে, মহিলাদের বিরুদ্ধে ক্রমবর্ধমান অপরাধের ঘটনা নিয়ন্ত্রণ করাটা রাজ্যগুলির দায়িত্ব। পুরো সমাজকেই এই বিষয়ে পদক্ষেপ করার আহ্বান জানিয়েছেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রী এই বিষয়ে সংসদের ভিতরে আলোচনা চেয়েছেন। বিরোধী দলগুলিকেও হই-হট্গোল থামিয়ে সেই আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, “আমি বিরোধীদের কাছে হাতজোড় করে অনুরোধ করছি আলোচনা থেকে পালাবেন না।”

৩ মে থেকে মণিপুরে মেইতেই এবং কুকি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ চলছে। প্রায় ২০০ মানুষ প্রাণ হারিয়েছেন। ৫০,০০০-এর কাছাকাছি মানুষ ভিটেছাড়া, আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে। তবে, সম্প্রতি উত্তর পূর্বের এই রাজ্য থেকে এক ভয়ঙ্কর ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সেই ভিডিয়োতে ধরা পড়েছে, দুষ্কৃতীদের হাতে দুই মহিলার যৌন হেনস্থার ঘটনা। প্রাণ নাশের হুমকি দিয়ে, তাঁদের সম্পূর্ণ বিবস্ত্র করে হাঁটতে বাধ্য করা হয়েছিল। অভিযোগ, তাদের একজনকে গণধর্ষণ করা হয়েছে। এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই গোটা দেশ জুড়ে ক্ষোভ তৈরি হয়েছে। বাদল অধিবেশন শুরুর দিনই সংসদের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু মণিপুর নয়, রাজস্থান, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ-সহ দেশের সকল রাজ্যের মুখ্যমন্ত্রীদের তিনি আইন-শৃঙ্খলা ব্যবস্থা মজবুত করার নির্দেশ দিয়েছেন।

জাস্টিন ট্রুডো কি সম্রাট নিরো হয়ে গেলেন?
জাস্টিন ট্রুডো কি সম্রাট নিরো হয়ে গেলেন?
‘জমি মাফিয়ার মাৎস্যন্যায়’, কলকাতার গুলশনে বাংলাদেশি নাগরিক?
‘জমি মাফিয়ার মাৎস্যন্যায়’, কলকাতার গুলশনে বাংলাদেশি নাগরিক?
৭টা ফর্মুলা মেনে চললেই ভোটে বারবার জিতে ফেরা কেউ আটকাতে পারবে না
৭টা ফর্মুলা মেনে চললেই ভোটে বারবার জিতে ফেরা কেউ আটকাতে পারবে না
চক-ডাস্টার কেনার পয়সাও নেই! এভাবেই চলছে স্কুল
চক-ডাস্টার কেনার পয়সাও নেই! এভাবেই চলছে স্কুল
জার্মানির মাটিতে News9 Global Summit, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরে
জার্মানির মাটিতে News9 Global Summit, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরে
বিয়ে ভাঙার সিদ্ধান্ত এআর রহমানের, মানসিক ভাবে বিপর্যস্ত গায়কের স্ত্রী
বিয়ে ভাঙার সিদ্ধান্ত এআর রহমানের, মানসিক ভাবে বিপর্যস্ত গায়কের স্ত্রী
Moonmoon Sen: পিতৃহারা রিয়া-রাইমা, প্রয়াত মুনমুনের স্বামী ভরত দেববর্মা
Moonmoon Sen: পিতৃহারা রিয়া-রাইমা, প্রয়াত মুনমুনের স্বামী ভরত দেববর্মা
কার্তিক পুজোর এক ইতিহাস বর্তমান কাটোয়ার অলি-গলিতে
কার্তিক পুজোর এক ইতিহাস বর্তমান কাটোয়ার অলি-গলিতে
শিয়ালদহ আদালত সঞ্জয়, পুলিশর কাণ্ডকারখানায় ফিরল কুণাল ঘোষের স্মৃতি!
শিয়ালদহ আদালত সঞ্জয়, পুলিশর কাণ্ডকারখানায় ফিরল কুণাল ঘোষের স্মৃতি!
সুশান্ত ঘোষের উপর হামলা, শাসকদলের গোষ্ঠীকোন্দলকেই দায়ী করলেন শমীক
সুশান্ত ঘোষের উপর হামলা, শাসকদলের গোষ্ঠীকোন্দলকেই দায়ী করলেন শমীক