IPL 2025 Auction: নিলাম পর্ব মিটতেই হল হিসেবনিকেশ, মাত্র ১৪ ঘণ্টাতেই ৬৩৯.১৫ কোটির লেনদেন!
২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেড্ডায় অনুষ্ঠিত হল মেগা নিলাম। সেখানে কোনও কোনও আনক্যাপড ক্রিকেটার রাতারাতি হলেন কোটিপতি। আবার কোনও কোনও ক্রিকেটার গত মরসুমের থেকে অনেক কম দামে দল পেলেন।
কলকাতা: বিগত কয়েকদিন ধরে আইপিএলের নিলাম (IPL Auction) নিয়ে ক্রিকেট প্রেমীদের মধ্যে বিরাট উত্তেজনা ছিল। ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেড্ডায় অনুষ্ঠিত হল মেগা নিলাম। সেখানে কোনও কোনও আনক্যাপড ক্রিকেটার রাতারাতি হলেন কোটিপতি। আবার কোনও কোনও ক্রিকেটার গত মরসুমের থেকে অনেক কম দামে দল পেলেন। জানেন ১০ ফ্র্যাঞ্চাইজি এই মেগা নিলামে কতজন ক্রিকেটারকে কিনেছে। নিলাম শেষে পার্সে পড়ে রয়েছে কত টাকা।
১. জেড্ডায় হওয়া দুই দিনব্যাপী আইপিএলের মেগা নিলামে মোট ১৮২ জন ক্রিকেটার দল পেয়েছেন। ৬২ জন বিদেশি ক্রিকেটার বিক্রি হয়েছেন। মোট ৮ জন ক্রিকেটারের জন্য রাইট টু ম্যাচ কার্ড ব্যাবহার করেছে কয়েকটি টিম।
২. কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদ এই তিনটে দল মেগা নিলাম থেকে সবচেয়ে কম ক্রিকেটার কিনেছে। কেকেআর নিয়েছে ১৫ জন ক্রিকেটারকে। রাজস্থান নিয়েছে ১৪ জন ক্রিকেটারকে। আর হায়দরাবাদও নিয়েছে ১৫ জন ক্রিকেটারকে। হায়দরাবাদের পার্সে রয়েছে ২০ লক্ষ। রাজস্থানের পার্সে রয়েছে ৩০ লক্ষ।
৩. এ বারের মেগা নিলাম থেকে সবচেয়ে বেশি ২৩ জন ক্রিকেটার কিনেছে পঞ্জাব কিংস। নিলামে সবচেয়ে বেশি টাকা নিয়েছিল প্রীতি জিন্টার দল। কারণ, তারা মাত্র ২ জন ক্রিকেটারকে রিটেন করে রেখেছিল। ৩৫ লক্ষ রয়েছে পঞ্জাবের পার্সে।
৪. পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস নিলাম থেকে ২০ জন ক্রিকেটার কিনেছে। মোট ২৫ জনের স্কোয়াড হয়েছে সিএসকের। পার্সে পড়ে রয়েছে ৫ লক্ষ টাকা।
৫. চেন্নাইয়ের মতো আইপিএলের ৫ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স নিলাম থেকে ১৮ জন প্লেয়ারকে কিনেছে। মুম্বইয়ের মোট স্কোয়াডে রয়েছেন ২৩ জন। পার্সে থেকে গিয়েছে ২০ লক্ষ টাকা।
৬. গুজরাট টাইটান্স মেগা নিলাম থেকে ২০ জন ক্রিকেটারকে কিনেছে। তারপর তাদের পার্সে থেকে গিয়েছে ১৫ লক্ষ টাকা। শুভমন গিলের টিমের মোট স্কোয়াডে ২৫ জন ক্রিকেটার জায়গা পেয়েছেন।
৭. দিল্লি ক্যাপিটালস, লখনউ সুপার জায়ান্টস ও আরসিবি আইপিএলের মেগা নিলাম থেকে ১৯ জন করে ক্রিকেটার কিনেছে। নিলাম শেষে সবচেয়ে বেশি টাকা রয়ে গিয়েছে আরসিবির পার্সে, ৭৫ লক্ষ। দিল্লির পার্সে রয়েছে ২০ লক্ষ।
৮. আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজি নিলামে ১৮২ জন ক্রিকেটারকে কেনার জন্য তাদের পার্স থেকে খরচ করেছে ৬৩৯.১৫ কোটি টাকা। এ বারের আইপিএলের মেগা নিলামের সবচেয়ে দামি ক্রিকেটার হয়েছেন ঋষভ পন্থ।