বাঁধভাঙা সংক্রমণ, একদিনে করোনা আক্রান্ত ১,১৮,৪৬,৬৫২

সুমন মহাপাত্র |

Mar 26, 2021 | 12:40 PM

ইতিমধ্যেই স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া একটি রিপোর্ট প্রকাশ করে জানিয়েছে, ইঙ্গিত সংক্রমণের দ্বিতীয় ঢেউয়েরই।

বাঁধভাঙা সংক্রমণ, একদিনে করোনা আক্রান্ত ১,১৮,৪৬,৬৫২
ছবি- পিটিআই

Follow Us

নয়া দিল্লি: দেশে গত ২৪ ঘণ্টায় মোট করোনা (COVID) আক্রান্ত হয়েছেন ৫৯ হাজার ১১৮ জন। যা মধ্য অক্টোবর থেকে এ পর্যন্ত সর্বোচ্চ। ২৪ ঘণ্টায় করোনা ৫৯ হাজারের বেশি করোনা আক্রান্তের জেরে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ১৮ লক্ষ ৪৬ হাজার ৬৫২ হয়েছে। সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ছাড়িয়েছে। কেন্দ্রীয় সরকার নির্দেশিকা জারি করে ফের করোনাবিধির ওপর জোর দেওয়ার কথা বলছে। কিন্তু রাশ টানা যাচ্ছে না করোনার বাড়তি সংক্রমণে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ২৫৭ জনের, যার ফলে মোট মৃত্যুর সংখ্যা হয়েছে ১ লক্ষ ৬০ হাজার ৯৪৯।

ইতিমধ্যেই স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া একটি রিপোর্ট প্রকাশ করে জানিয়েছে, ইঙ্গিত সংক্রমণের দ্বিতীয় ঢেউয়েরই। পাশাপাশি স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া জানিয়েছে, করোনার এই দ্বিতীয় ঢেউয় গোটা দেশকে ভাসাবে আগামী ১০০ দিন। অক্টোবরের ১৮ তারিখ দেশে করোনা আক্রান্ত হয়েছিলেন ৬১ হাজার ৮৭১ জন। তারপর থেকে গত ২৪ ঘণ্টাতেই দেশে করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি ছাড়াল।

মহারাষ্ট্র থেকেই ইঙ্গিত মিলেছিল, দেশে ফের করাল থাবা বসাতে চলেছে করোনা। ঠাকরে রাজ্যের করোনা পরিস্থিতি দেখে করোনাবিধি পালন হচ্ছে না বলে অভিযোগ করেছিল কেন্দ্র। সেই মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৯৫২ জন। কেরলে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৮৯ জন। কর্নাটকেও করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫২৩ জন। বঙ্গে করোনা আক্রান্ত হয়েছেন ৫১৬ জন। দেশে এ পর্যন্ত করোনা টিকা পেয়েছেন ৫ কোটি ৫৫ লক্ষ ৪ হাজার ৪৪০ জন। বঙ্গে এ পর্যন্ত করোনা টিকা নিয়েছেন ৪৩ লক্ষ ৭২ হাজার ৩৬৭ জন।

আরও পড়ুন: সাইরাসকে সরানোর সিদ্ধান্তই সঠিক: সুপ্রিম কোর্ট

Next Article