‘সাইরাসকে সরানোর সিদ্ধান্তই সঠিক’, সুপ্রিম সিদ্ধান্তে স্বস্তিতে টাটা গোষ্ঠী
২০১৬ সালে টাটা গ্রুপের শীর্ষপদ থেকে সাইরাস মিস্ত্রিকে সরানোর সিদ্ধান্তই সঠিক ছিল বলে জানায় সুপ্রিম কোর্ট(Supreme Court)।
নয়া দিল্লি: অবশেষে স্বস্তি পেল টাটা সন্স। ২০১৬ সালে টাটা গ্রুপের শীর্ষ পদ থেকে সাইরাস মিস্ত্রি(Cyrus Mistry)-কে অপসারিত করার পরই সম্মুখ সমরে নেমেছিল ভারত তথা বিশ্বের অন্যতম দুই বাণিজ্য গোষ্ঠী। দীর্ঘ চার বছর ধরে মামলা চলার পর শুক্রবার সুপ্রিম কোর্টের চূড়ান্ত সিদ্ধান্তের দিকেই তাকিয়েছিলেন সকলে। এদিন সুপ্রিম কোর্ট (Supreme Court) জানায়, সাইরাস মিস্ত্রিকে সরানোর সিদ্ধান্তই সঠিক ছিল।
টাটা গোষ্ঠীর শীর্ষকর্তা রতন টাটা(Ratan Tata)-কে সরিয়ে ২০১২ সালে তাঁর জায়গায় চেয়ারম্যান পদে বসেন সাইরাস মিস্ত্রি। কিন্তু ক্ষমতার বসার চারবছরের মধ্যেই তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে সংস্থা বিরোধী একাধিক সিদ্ধান্ত নেওয়ার। ২০১৬ সালে টাটা গ্রুপের চেয়ারম্যান পদ থেকে সাইরাস মিস্ত্রিকে সরানোর পরই অন্তর্বর্তী চেয়ারম্যান হিসাবে ফের একবার পদে বসেন রতন টাটা।
আরও পড়ুন: কৃষি আইনের প্রতিবাদে আজ গোটা দেশ স্তব্ধ করার ডাক কৃষকদের, ব্যাহত ট্রেন চলাচল
বোর্ড মিটিংয়ে অপসারণের বিরুদ্ধে দ্য ন্যাশনাল কোম্পানি ল অ্যাপিলেট ট্রাইবুনাল (এনসিএলএটি)-এ আবেদন করেন সাইরাস মিস্ত্রি। ২০১৯ সালের ডিসেম্বরে সাইরাস মিস্ত্রিকে পুরনায় টাটার চেয়ারম্যান পদ ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেয় ট্রাইবুনাল। একই সঙ্গে তাঁর অপসারণকেও বেআইনি বলে আখ্যা দেওয়া হয়। এদিকে, ট্রাইবুনালের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দারস্থ হন টাটা গ্রুপ। দীর্ঘদিন শুনানি চলার পর ১৭ ডিসেম্বর এই সিদ্ধান্তে স্থগিতাদেশ জারি করে সুপ্রিম কোর্ট।
এ দিন প্রধান বিচারপতি এসএ বোবদে বলেন, “সাইরাস মিস্ত্রিকে সরানোর সিদ্ধান্ত সঠিক ছিল। আইনের যাবতীয় প্রশ্ন টাটা গ্রুপের সপক্ষেই রয়েছে।” একইসঙ্গে সংস্থার শেয়ার নিয়ে টাটা গ্রুপ ও সাইরাস মিস্ত্রিকে আইনী সাহায্য নেওয়ার পরামর্শও দেওয়া হয়। টাটা সংস্থার মোট ১৮.৩৭ শতাংশ শেয়ার এখনও অবধি সাইরাস মিস্ত্রির নামে। টাটা গ্রুপের তরফে এই শেয়ার কিনে নেওয়ার প্রস্তাব দেওযা হলেও এই বিষয়ে সাপুরজি সংস্থার তরফে এখনও কিছু জানানো হয়নি।
আরও পড়ুন: ফের দৈনিক আক্রান্তের রেকর্ড, সংক্রমণের গতি বাড়াচ্ছে করোনা