ইসলামাবাদ: দুই দেশের সম্পর্কের উত্তেজনার মধ্যেই, ইসলামাবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানালো পাকিস্তান। আগামী অক্টোবর মাসে ইসলামাবাদে আয়োজিত হবে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ বৈঠক। আর সেই বৈঠকে যোগ দিতেই পাকিস্তানের রাজধানীতে আমন্ত্রণ জানানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। বৃহস্পতিবার (২৯ অগস্ট), পাকিস্তানের বিদেশ দফতরের মুখপাত্র, মমতাজ জাহরা বালোচ জানিয়েছেন, ১৫ ও ১৬ অক্টোবর এই শীর্ষ বৈঠক হবে। তার জন্য প্রত্যেক অংশগ্রহণকারী দেশের প্রধানদের আমন্ত্রণ পাঠানো হয়েছে।
পাক সংবাদপত্র ডনের এক প্রতিবেদনে মমতাজ বালোচকে উদ্ধৃত করে বলা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও আমন্ত্রণ পাঠিয়েছে পাকিস্তাান। বালোচ বলেন, “কিছু দেশ ইতিমধ্যেই সাংহাই কোঅপারেশন অর্গানাইজশনের শীর্ষ বৈঠকে অংশ নেবে বলে নিশ্চিত করেছে। তবে, কোন কোন দেশের প্রধান এসসিও শীর্ষ বৈঠকে যোগ দিতে সম্মত হয়েছেন, তা নির্দিষ্ট করে জানাতে চাননি তিনি। প্রধানমন্ত্রী মোদী এই শীর্ষ বৈঠকে যোগ দেবেন কিনা, এই বিষয়ে নয়া দিল্লির পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে পাক বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, “ভারতের সঙ্গে পাকিস্তানের সরাসরি দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক নেই।”
ইসলামাবাদ এবং নয়া দিল্লির মধ্যে দীর্ঘদিন ধরেই উত্তেজনা অব্যাহত রয়েছে। প্রাথমিকভাবে কাশ্মীর সমস্যা এবং সেইসঙ্গে পাক মদতে সীমান্তবর্তী এলাকায় সন্ত্রাসবাদের সমস্যাই এর কারণ। ইমরান খানের সময় থেকে পাকিস্তান বেশ কয়েকবার ভারতের সঙ্গে আলোচনায় সার ইঙ্গিত দিয়েছে। তবে, ভারত সাফ জানিয়ে দিয়েছে, নয়া দিল্লিও পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক চায়। তবে, তার জন্য পাকিস্তানকে সন্ত্রাসবাদীদের মদত দেওয়া বন্ধ করতে হবে। আলোচনার টেবিলেও বসব, আবার সীমান্ত পার করে জঙ্গি পাঠাব, এটা চলবে না। অপরদিকে, পাকিস্তানের মতে, ভারত ৩৭০ ধারা বাতিল করাতেই আলোচনার পরিবেশ নষ্ট হয়ে গিয়েছে।
তবে, এসসিও এক বহুপাক্ষিক গোষ্ঠী হওয়ায়, এর শীর্ষ সম্মেলনে যোগ দিতে পারেন প্রধানমন্ত্রী মোদী। ভারত, চিন, রাশিয়া, পাকিস্তান, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তান এই গোষ্ঠীর সদস্য। শীর্ষ সম্মেলনের আগে, সদস্য দেশগুলির মন্ত্রী পর্যায়ের বৈঠক হবে। আর্থিক, সামাজিক-সাংস্কৃতিক এবং মানবিক সহযোগিতার বিষয়ে আরও কয়েক দফা বৈঠক হবে।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)