AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pakistan-Pahalgam Terror Attack: ‘অপারেশন মহাদেবে’ খতম জঙ্গিদের কাছ থেকে উদ্ধার লাহোর-গুজরানওয়ালার ভোটার স্লিপ! এবারও অস্বীকার করবে পাকিস্তান?

Operation Mahadev: নিকেশ জঙ্গি সুলেমান শাহ ও আবু হামজার পকেট থেকে মিলেছে দুটি ল্যামিনেটেড ভোটার স্লিপ। স্লিপ দুটির ভোটার সিরিয়াল নম্বর NA-125 ও NA-79। 

Pakistan-Pahalgam Terror Attack: 'অপারেশন মহাদেবে' খতম জঙ্গিদের কাছ থেকে উদ্ধার লাহোর-গুজরানওয়ালার ভোটার স্লিপ! এবারও অস্বীকার করবে পাকিস্তান?
ফাইল চিত্র।Image Credit: X
| Edited By: | Updated on: Aug 04, 2025 | 1:43 PM
Share

শ্রীনগর: পহেলগাঁও জঙ্গি হামলায় পাকিস্তানের প্রত্যক্ষ যোগ আরও স্পষ্ট। নিকেশ তিন জঙ্গির কাছ থেকে মিলল পাক ভোটার কার্ড, ভোটার স্লিপ। করাচিতে তৈরি চকোলেট থেকে শুরু করে বায়োমেট্রিক রেকর্ড সহ এসডি চিপও পাওয়া গিয়েছে তিন লস্কর জঙ্গির কাছ থেকে।

গত ২৮ জুলাই উপত্যকায় ‘অপারেশন মহাদেব’ চালায় যৌথ বাহিনী। সেই অভিযানেই নিকেশ করা হয় এই জঙ্গিকে। এই তিন জঙ্গিই পহেলগাঁওতে জঙ্গি হামলা চালিয়েছিল। সেনা সূত্রে জানা গিয়েছে, নিকেশ এই জঙ্গিদের কাছ থেকে একাধিক প্রমাণ মিলেছে, যাতে পাক যোগ স্পষ্ট।

নিকেশ জঙ্গি সুলেমান শাহ ও আবু হামজার পকেট থেকে মিলেছে দুটি ল্যামিনেটেড ভোটার স্লিপ। স্লিপ দুটির ভোটার সিরিয়াল নম্বর NA-125 ও NA-79।  একটি লাহোর, আরেকটি গুজরানওয়ালার ভোটার সিরিয়াল নম্বর। পাক নির্বাচন কমিশন স্লিপ দুটি ইস্যু করেছে, দাবি সেনার।

তাদের কাছ থেকে পাওয়া গিয়েছে ন্যাশনাল ডেটাবেস ও রেজিস্ট্রেশন অথরিটির স্মার্ট আইডি চিপ-ও। ওই চিপের তথ্য উদ্ধার করে জঙ্গিরা পাক নাগরিক বলে নিশ্চিত হয় সেনা। ফিঙ্গারপ্রিন্ট ও ফেসিয়াল রেকগনিশনে জানা গিয়েছে, তিন জঙ্গির বাড়ি চাঙ্গা-মঙ্গা ও কৈয়ান গ্রামে। জঙ্গিদের স্যাটেলাইট ফোন থেকে মিলেছে একটি মাইক্রো এসডি কার্ড-ও। জঙ্গিদের পকেটে ছিল পাক অধিকৃত কাশ্মীরের মুজফ্ফরবাদে তৈরি চকলেটের মোড়কও।

একইসঙ্গে, বৈসরণের উপত্যকা, যেখানে জঙ্গি হানা চলেছিল, সেখান থকে উদ্ধার হওয়া শেলের কেসের সঙ্গে জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হওয়া একে-১০৩ রাইফেলের মার্কিং মিলে গিয়েছে। এতেই স্পষ্ট হয়ে গিয়েছে যে পহেলগাঁও জঙ্গি হামলার পিছনে পাকিস্তানেরই হাত ছিল।