অযোধ্যা: রাম মন্দির উদ্বোধনের আর মাত্র দু-দিন বাকি। গোটা দেশ মেতে উঠেছে উৎসবের আমেজে। কেবল দেশ নয়, আগামী ২২ জানুয়ারি রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে উপস্থিত থাকলেন বিদেশের প্রতিনিধিরাও। এই আবহে উড়ে এল জঙ্গি হামলার সতর্কবার্তা। পাকিস্তানের জঙ্গি সংগঠন জঈশ-ই-মহম্মদ রাম মন্দিরে হামলার হুমকি দিয়ে এক বিবৃতি জারি করেছে। যা নিয়ে নড়েচড়ে বসেছে অযোধ্যা প্রশাসন।
প্রশাসন সূত্রে খবর, জঈশ-ই-মহম্মদের হুঁশিয়ারির পরই রাম মন্দির-সহ গোটা অযোধ্যাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। যদিও আতঙ্ক ছড়াতেই এই হুমকি বলে মনে করছে উত্তর প্রদেশ প্রশাসন। এক সিনিয়ার গোয়েন্দা আধিকারিক জানান, এখনও পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং নিরাপত্তা আঁটোসাঁটো করার সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। রাম মন্দির উদ্বোধনের কয়েকদিন পরই সাধারণতন্ত্র দিবস। সেদিকেও খেয়াল রেখে গোটা দেশের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
ত্রি-স্তরীয় নিরাপত্তা অযোধ্যায়
রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষ্যে দেশ-বিদেশের বহু বিশিষ্ট ব্যক্তি আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় আসবেন। সেজন্য শহরজুড়ে কড়া নিরাপত্তা মোতায়েন করা হচ্ছে। গোটা অযোধ্যায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। সিআরপিএফ, এসএসএফ এবং রাজ্য সরকারের বিশেষ নিরাপত্তা বাহিনী পিএসি-কে শহরের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া অনুষ্ঠানের দিন কেবল মন্দির চত্বরে শ-খানেক এসএসএফ কম্যান্ডো এবং এনএসজি-র প্রশিক্ষিত জওয়ানেরা মোতায়েন থাকবেন বলে সূত্রের খবর। অন্যদিকে আইন-শৃঙ্খলার দায়িত্বে থাকছে উত্তর প্রদেশ পুলিশ। রাম মন্দির চত্বর সহ গোটা অযোধ্যা শহরে অতিরিক্ত সিসিটিভি বসানো হয়েছে। এছাড়া ড্রোন ও এআই-এর মাধ্যমেও নজরদারি চলবে।