Pakistani Student Thanks India for Evacuation: কেন্দ্রের উদ্যোগেই ইউক্রেন থেকে দেশের পথে পাক ছাত্রী, রণক্ষেত্র থেকে ফিরে বললেন….

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Mar 09, 2022 | 1:35 PM

Pakistani Student Thanks India for Evacuation: শুধু পাকিস্তানি পড়ুয়াই নয়, এর আগে অপারেশন গঙ্গার অধীনে অন্যান্য দেশের নাগরিকদেরও উদ্ধার করে আনা হয়েছে। কেন্দ্রের তথ্য অনুযায়ী, ৯ জন বাংলাদেশী, ১ জন পাকিস্তানি পড়ুয়াকে উদ্ধার করে আনা হয়েছে। এছাড়াও নেপাল ও তিউনেশিয়ার পড়ুয়াদেরও উদ্ধার করে আনা হয়েছে।

Pakistani Student Thanks India for Evacuation: কেন্দ্রের উদ্যোগেই ইউক্রেন থেকে দেশের পথে পাক ছাত্রী, রণক্ষেত্র থেকে ফিরে বললেন....
কেন্দ্রের উদ্যোগেই দেশে ফিরছে পাক পড়ুয়া। ছবি: টুইটার

Follow Us

কিয়েভ: ফের মানবিকতার পরিচয় দিল ভারত(India)। ইউক্রেনে (Ukraine) যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই সেখানে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করে আনার কাজ শুরু করেছে কেন্দ্র ও বিদেশমন্ত্রক। তবে শুধু ভারতীয়ই নয়, অপারেশন গঙ্গার অধীনে প্রতিবেশী দেশের আটকে পড়া নাগরিকদেরও ফিরিয়ে এনে মানবিকতার পরিচয় দিল ভারত। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে ফিরিয়ে আনার জন্য এবার এক পাকিস্তানি পড়ুয়া (Pakistani Student) সোশ্যাল মিডিয়ায় ধন্যবাদ জানালেন। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো।

সূত্রের খবর, আসমা শাফিকি নামক এক পাকিস্তানি পড়ুয়াকে ফিরিয়ে এনেছে ভারত সরকার। বর্তমানে সে পশ্চিম ইউক্রেনের দিকে রওনা দিয়েছে। সেখান থেকেই উদ্ধারকারী বিমানে ওই পড়ুয়া দেশে ফিরে যাবে। তবে যুদ্ধের মাঝে যেভাবে ভারত সরকার তাঁকে উদ্ধার করে এনেছে, তার জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন। কিয়েভে ভারতীয় দূতাবাস ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও তিনি ধন্যবাদ জানান।

ভাইরাল হওয়া ওই ভিডিয়োয় আসমাকে বলতে শোনা যায়, “এই কঠিন পরিস্থিতিতে আমরা সকলে যখন আটকে পড়েছিলাম, সেই সময় আমাদের সাহায্যের জন্য আমি কিয়েভে অবস্থিত ভারতীয় দূতাবাসকে ধন্যবাদ জানাতে চাই। আশা করছি, ভারতীয় দূতাবাসের কারণে আমরা সুরক্ষিতভাবে দেশে ফিরতে পারব।”

শুধু পাকিস্তানি পড়ুয়াই নয়, এর আগে অপারেশন গঙ্গার অধীনে অন্যান্য দেশের নাগরিকদেরও উদ্ধার করে আনা হয়েছে। বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছিল, এর আগে এক বাংলাদেশী ও এক নেপালী নাগরিককেও কেন্দ্রের উদ্ধারকারী বিমানে ফিরিয়ে আনা হয়েছে। কেন্দ্রের তথ্য অনুযায়ী, এখনও অবধি ৯ জন বাংলাদেশী, ১ জন পাকিস্তানি পড়ুয়াকে উদ্ধার করে আনা হয়েছে। এছাড়াও নেপাল ও তিউনেশিয়ার পড়ুয়াদেরও উদ্ধার করে আনা হয়েছে। বাংলাদেশী পড়ুয়াদের উদ্ধার করে আনার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ধন্যবাদ জানিয়েছেন ভারত সরকারকে।

অন্যদিকে, রোশন ঝা নামক এক নেপালী যুবক, যাকে প্রথম দফাতেই উদ্ধার করে আনা হয়েছে, তিনিও ভারত সরকারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন ইউক্রেন থেকে উদ্ধার করে আনার জন্য। পরে কাঠমাণ্ডুতে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়, এখনও অবধি মোট ৭ জন নেপালের নাগরিককে সুরক্ষিতভাবে ফিরিয়ে এনেছে ভারত সরকার। তাদের পোল্যান্ডের রাস্তা ধরে ফিরিয়ে আনা হয়েছে।

মঙ্গলবারই বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ইউক্রেনের সুমিতে প্রায় ৭০০ ভারতীয় পড়ুয়া আটকে ছিল, তাদের সকলকেই সুরক্ষিতভাবে শহর থেকে বের করে আনা হয়েছে।  অপারেশন গঙ্গার অধীনে এখনও প্রায় ১৮ হাজার ভারতীয়কে উদ্ধার করে আনা হয়েছে। এদের মধ্যে ১৬ হাজারই পড়ুয়া। ইউক্রেনের আকাশপথ বন্ধ থাকায় পার্শ্ববর্তী দেশ রোমানিয়া, পোল্যান্ড, হাঙ্গেরি ও স্লোভাকিয়া থেকে ভারতীয়দের উদ্ধার করে আনা হয়েছে। মঙ্গলবারই ৪১০ জন ভারতীয়কে দুটি বিশেষ বিমানে ফিরিয়ে আনা হয়েছে।

আরও পড়ুন: Anurag Thakur on Akhilesh Yadav: ‘এবার বেওয়াফা বলবেন….’, অখিলেশের ‘ভোট-চুরি’র দাবির জবাব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী 

Next Article