Parliament: কোভিড ভ্যাকসিনের গাড়ি আটকে দিত পশ্চিমবঙ্গ সরকার! বিস্ফোরক অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রীর
COVID-19: তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, "কোভিডকালে রাজ্য সরকারগুলি প্রচুর কাজ করেছে। এমনকী বহু রাজ্যে বিনামূল্যে নাগরিকদের টিকাকরণের ব্যবস্থাও করেছিল। কিন্তু বিগত তিন-চার বছর ধরে শুধু শুনছি মোদীজি এই করেছে, মোদীজি ওই করেছে।"
নয়া দিল্লি: পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। করোনাকালে নাকি ভ্যাকসিনের গাড়ি আটকে দেওয়া হত রাজ্যে। সংসদে এমনই মারাত্মক অভিযোগ তুললেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সংসদে অভিযোগ এনেছিলেন করোনাকালে কেন্দ্রের অসহযোগিতার। তার জবাবেই এই তথ্য সামনে আনেন কেন্দ্রীয় মন্ত্রী।
বুধবার সংসদে বিপর্যয় মোকাবিলা আইন নিয়ে আলোচনায় করোনাকাল এবং করোনা টিকাকরণ প্রসঙ্গ ওঠে। তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “কোভিডকালে রাজ্য সরকারগুলি প্রচুর কাজ করেছে। এমনকী বহু রাজ্যে বিনামূল্যে নাগরিকদের টিকাকরণের ব্যবস্থাও করেছিল। কিন্তু বিগত তিন-চার বছর ধরে শুধু শুনছি মোদীজি এই করেছে, মোদীজি ওই করেছে। আমাদের রাজ্যে কে কাজ করেছে? আমরা কাজ করলেও ক্রেডিট নিয়ে নেয়। কেন্দ্রীয় সরকার এক টাকাও দেয়নি।”
এর জবাবে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি সাংসদ নিত্যানন্দ রাই বলেন, “কল্যাণজী হয়তো কোভিডকাল থেকে এখনও পর্যন্ত ঘুমাচ্ছেন। গোটা বিশ্বকে ভ্যাকসিন দিয়ে সাহায্য করেছে। পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রীয় সরকারকে সমস্যায় ফেলার জন্য ভ্যাকসিনের ট্রাক যখন যেত, তার ক্লিয়ারেন্স দিত না। পশ্চিমবঙ্গে গিয়ে ট্রেন আটকে থাকত। আমরা ব্যবস্থা করলে, তাতেও বাধা দিত।”
কটাক্ষ করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “ঝুট বোলে, কাউয়া কাটে”। তিনি বলেন, “আপনারা তো দিল্লিতে বসে থাকতেন কোভিডের সময়। আমরা সাংসদরা এলাকায় থাকতাম। আমরা জানি।”
এরপরই জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যার জেরে সংসদ মুলতুবি হয়ে যায়।