নয়াদিল্লি: মেটার কর্ণধার মার্ক জুকারবার্গের ভুল তথ্য দেওয়া ঠিক হয়নি। গতকালই বলেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এবার জুকারবার্গের বিরুদ্ধে আরও বড় পদক্ষেপ করতে চলেছে সংসদীয় কমিটি। চব্বিশের লোকসভা নির্বাচন নিয়ে মেটার কর্ণধারের মন্তব্য যে ভালভাবে নিচ্ছে না ভারত, তা বুঝিয়ে দিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। জুকারবার্গের মন্তব্য নিয়ে মেটাকে তলব করা হবে বলে জানিয়ে দিলেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মার্ক জুকারবার্গ বলেন, ২০২৪ সালে বিশ্বজুড়ে বিভিন্ন নির্বাচনে সেখানকার শাসকদল পরাজিত হয়েছে। ভারতের লোকসভা নির্বাচনের প্রসঙ্গও তোলেন তিনি। ভারতেও শাসকদল পরাজিত হয়েছে বলে তিনি মন্তব্য করেন। করোনার সময় সরকারের উপর মানুষের আস্থা কমেছে বলেও মন্তব্য করেছিলেন জুকারবার্গ।
গতকালই জুকারবার্গের মন্তব্যের জবাব দেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মেটার কর্ণধার ভুল তথ্য দিচ্ছেন জানিয়ে এক্স হ্যান্ডলে তিনি লেখেন, “বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ ভারতে চব্বিশের লোকসভা নির্বাচনে ৬৪ কোটি ভোটার ভোট দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ-র উপর ফের আস্থা রেখেছেন ভারতবাসী।” করোনার সময় মোদী সরকার কী কী পদক্ষেপ করেছে, তাও তুলে ধরেন অশ্বিনী বৈষ্ণব।
এবার মেটাকে সমন পাঠানোর কথা বললেন যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি সংক্রান্ত সংসদীয় কমিটির প্রধান নিশিকান্ত দুবে। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, “ভুল তথ্য যেকোনও গণতান্ত্রিক দেশের ভাবমূর্তিকে কালিমালিপ্ত করে। এই ভুল তথ্যের জন্য আমার কমিটি মেটাকে তলব করবে। এই ভুলে জন্য ওই সংস্থাকে ভারতীয় সংসদ ও দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে।”