AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pahalgam terror attack: বিশ্বে ক্রমশ কোণঠাসা পাকিস্তান, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার নিন্দা করে বড় বার্তা কোয়াডের

Pahalgam terror attack: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার নিন্দা করে কোয়াড সদস্য দেশগুলি যৌথ বিবৃতিতে বলে, "গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৫ ভারতীয় ও এক নেপালের নাগরিকের মৃত্যু হয়। আহত হয়েছেন অনেকে। সেই জঙ্গি হামলার তীব্র নিন্দা জানাচ্ছি আমরা।"

Pahalgam terror attack: বিশ্বে ক্রমশ কোণঠাসা পাকিস্তান, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার নিন্দা করে বড় বার্তা কোয়াডের
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার নিন্দা কোয়াড সদস্য দেশগুলিরImage Credit: PTI
| Updated on: Jul 02, 2025 | 3:54 PM
Share

নয়াদিল্লি: পহেলগাঁওয়ে জঙ্গি হামলা নিয়ে পাকিস্তানের উপর আরও চাপ বাড়ল। ওই জঙ্গি হামলার তীব্র নিন্দা করল কোয়াড সদস্য দেশগুলি। দেরি না করে হামলায় জড়িতদের বিচারের কাঠগড়ায় তোলার কথা জানাল তারা। কোয়াড সদস্য চারটি দেশ- আমেরিকা, ভারত, জাপান ও অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রীরা যৌথভাবে বুধবার একটি বিবৃতি পেশ করেছেন। ওই বিবৃতিতে পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় জড়িতদের বিচারের কাঠগড়ায় তোলার কথা বলা হয়।

সীমান্ত সন্ত্রাস নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে বরাবর সরব ভারত। পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় পাকিস্তানের জড়িত থাকার প্রমাণও রয়েছে বলে বিশ্বের কাছে তুলে ধরেছে ভারত। এই পরিস্থিতিতে কোয়াড সদস্য দেশগুলি যৌথ বিবৃতিতে সীমান্ত সন্ত্রাস-সহ সবরকম সন্ত্রাসবাদী কার্যকলাপের নিন্দা করেছে। একইসঙ্গে সন্ত্রাসবাদ দমনে তারা যে দৃঢ়সংকল্প, সেকথাও জানিয়েছে।

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার নিন্দা করে ওই যৌথ বিবৃতিতে বলা হয়, “গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৫ ভারতীয় ও এক নেপালের নাগরিকের মৃত্যু হয়। আহত হয়েছেন অনেকে। সেই জঙ্গি হামলার তীব্র নিন্দা জানাচ্ছি আমরা।” মৃতদের পরিবারগুলিকে সমবেদনা জানা কোয়াড সদস্য দেশগুলি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করে।

এরপরই পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় জড়িতদের দ্রুত বিচারের কাঠগড়ায় তোলার কথা বলা হয় যৌথ বিবৃতিতে। সেখানে বলা হয়, “জঙ্গি সংগঠন, যারা তাদের অর্থ দিয়ে সাহায্য করেছে, দেরি না করে তাদের বিচারের কাঠগড়ায় তুলতে হবে।” এই নিয়ে সহযোগিতা করার জন্য রাষ্ট্রসঙ্গের সমস্ত দেশগুলির কাছে আবেদন জানাল কোয়াড সদস্য দেশগুলি।

কোয়াড সদস্য দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকের জন্য গত ৩০ জুন আমেরিকা গিয়েছেন এস জয়শঙ্কর। সেখানে তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরব হন। সন্ত্রাসবাদী হামলা নিয়ে নাম না করে পাকিস্তানকে তুলোধোনা করেন তিনি।