নয়া দিল্লি: করোনার (COVID) বিরুদ্ধে কার্যকরিতার নিরিখে সবচেয়ে এগিয়ে ফাইজ়ারের প্রতিষেধক। ৯০ শতাংশের অনেক বেশি কার্যকরী এই ভ্যাকসিন। তবে পাশ্চাত্যের একাধিক দেশে ছাড়পত্র পেলেও ভারতে এখনও অনুমোদন পায়নি ফাইজ়ার। করোনা বিধ্বস্ত ভারতে ফাইজ়ারের অনুমোদন নিয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনায় বসেছে নির্মাতা সংস্থা। জানা গিয়েছে আলোচনায় ‘এক্সপেডিটেড অ্যাপ্রুভাল পাথওয়ে’ নিয়ে আলোচনা হচ্ছে। যার অর্থ, ফাস্টট্র্যাক পদ্ধতিতে ভারতে দ্রুত অনুমোদন।
ফাইজ়ারের সিইও অ্যালবার্ট বৌরলা জানিয়েছেন, ফাইজ়ার ১ মাস আগে ছাড়পত্রের আবেদন করলেও তা ভারতে এখনও অনুমোদিত নয়। তাই সে বিষয় নিয়েও আলোচনা হচ্ছে কেন্দ্রের সঙ্গে। দেশে এখন অনুমোদিত প্রতিষেধকের সংখ্যা ৩। প্রথমে দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারত বায়োটেকের কোভ্যাক্সিন ও সেরামের কোভিশিল্ড অনুমোদন পেয়েছিল। পরবর্তীকালে অনুমোদন পায় রাশিয়ার স্পুটনিক ভি। কিন্তু কেন্দ্র জানিয়েছে, অন্যান্য বিদেশি প্রতিষেধকগুলিও ফাস্টট্র্যাক পদ্ধতিতে দ্রুত অনুমোদন পাবে। সেই মতোই ফাইজ়ার কেন্দ্রের সঙ্গে অনুমোদনের বিষয়ে কথা বলছে।
দেশে ৩ প্রতিষেধক অনুমোদন পেলেও এখন টিকাকরণ হচ্ছে স্রেফ দুই প্রতিষেধকের মাধ্যমে। স্পুটনিকের প্রথম কিস্তি দেশে এলেও টিকাকরণ শুরু হয়নি। ভারতে এ পর্যন্ত করোনা প্রতিষেধক পেয়েছেন ১৫ কোটিরও বেশি মানুষ। উল্লেখ্য, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৬৮ হাজার ১৪৭ জন। একদিনেই মৃত্যু হয়েছে ৩৪১৭ জনের। তবে বেড়েছে সুস্থতার হারও। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ লক্ষ ৭৩২ জন। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ কোটি ৯৯ লক্ষ ২৫ হাজার ৬০৪-এ। এরমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৬২ লক্ষ ৯৩ হাজার ৩ জন।
আরও পড়ুন: কঠিন করোনা যুদ্ধের মাঝেও দিল্লিতে শুরু হল ১৮ উর্ধ্বদের টিকাকরণ, নিখরচায় টিকা দিচ্ছেন কেজরীবাল