Morbi Bridge Collapse: মোরবিতে সেতু বিপর্যয় নিয়ে জনস্বার্থ মামলা সুপ্রিম কোর্টে, ১৪ নভেম্বর শুনানি

Morbi Bridge Collapse: মোরবিতে সেতু বিপর্যয় নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হল সুপ্রিম কোর্টে। অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্তের দাবি সুপ্রিম কোর্টের আইনজীবীর।

Morbi Bridge Collapse: মোরবিতে সেতু বিপর্যয় নিয়ে জনস্বার্থ মামলা সুপ্রিম কোর্টে, ১৪ নভেম্বর শুনানি
গ্রাফিক্স সৌজন্যে : টিভি৯ বাংলা
Follow Us:
| Edited By: | Updated on: Nov 01, 2022 | 11:29 AM

নয়া দিল্লি: রবিবার সন্ধেবেলা গোটা দেশ এক ভয়াবহ ঘটনার সাক্ষী থেকেছে। গত এক দশকে এরকম বিপর্যয় চাক্ষুষ করেননি দেশবাসী। গুজরাটের মোরবিতে মাচ্ছু নদীর উপরে ঝুলন্ত কেবল ব্রিজ (Morbi Bridge Collapse) ছিঁড়ে পড়ে মৃত্যু হয়েছে ১৪১ জনের। আহত শতাধিক। এখনও জলের নীচে কাদা মাটিতে আটকে রয়েছে বেশ কিছুজনের দেহ। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Prime Minister Narendra Modi) গলা স্তব্ধ হয়ে গিয়েছে বারবার এই ঘটনার কথা বলতেই। এই ঘটনার তদন্তের জন্য গতকালই ৫ সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে তদন্ত শুরু হয়েছিল। এই দুর্ঘটনায় প্রত্য়ক্ষভাবে জড়িত থাকার কারণে ইতিমধ্যেই ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এবার এই ঘটনার জল গড়াল শীর্ষ আদালত (Supreme Court of India ) অবধি। মোরবিতে বিপর্যয় নিয়ে সুপ্রিম কোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা (Public Interest Litigation)।

মোরবি সেতু বিপর্যয় নিয়ে তদন্ত শুরু করার জন্য অবিলম্বে একটি বিচার বিভাগীয় কমিশন নিয়োগের নির্দেশ চেয়ে সুপ্রিম কোর্টে একটি আবেদন দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে এসআইটি গঠন করে দুর্ঘটনার তদন্ত করার দাবি জানানো হয়। এছাড়াও এই ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সেজন্য সারাদেশের পুরনো সব সেতু ও স্মৃতিসৌধে ভিড় সামলানোর নিয়ম জারি করার দাবিও জানানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী বিশাল তিওয়ারি এই জনস্বার্থ মামলা দায়ের করেছেন। প্রধান বিচারপতি ইউ ইউ ললিতের কাছে এই আবেদন গৃহীত হয়েছে। আগামী ১৪ নভেম্বর এই আবেদনের ভিত্তিতে হবে শুনানি।

প্রসঙ্গত, বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে, এই দুর্ঘটনার মুহূর্তে সেই সেতুতে উপস্থিত ছিলেন প্রায় ৫০০ জন। কিন্তু এই সেতুর ধারণ ক্ষমতা ১২৫ -র জনের বেশি নয়। সারারাত তল্লাশি অভিযান ও উদ্ধারকাজ চালিয়ে ১৪১ জনের মৃতদেহ পাওয়া গিয়েছেিল এবং ১৭৭ জনকে উদ্ধার করা হয়েছিল। এখনও অনেকের দেহ নদীর নীচে কাদায় আটকে রয়েছে বলে অনুমান করা হচ্ছে। এদিকে রবিবারই দুর্ঘটনাস্থলে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। তাঁর নির্দেশে ৫ সদস্যের একটি টিমও গঠন করা হয়েছে। এই দুর্ঘটনার কারণে খুঁজতে তদন্ত করছে এই দল।