CAA in Gujarat: গুজরাটে নির্বাচনের আগে নাগরিকত্ব ‘তাস’ মোদীর, বড় ঘোষণা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের

CAA in Gujarat: ভোটমুখী গুজরাটের জন্য বড় ধরনের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তিন দেশ থেকে আসা সেখানকার অ-মুসলিম নাগরিকদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে।

CAA in Gujarat: গুজরাটে নির্বাচনের আগে নাগরিকত্ব 'তাস' মোদীর, বড় ঘোষণা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের
ফাইল ছবি (সৌজন্যে: PTI)
Follow Us:
| Edited By: | Updated on: Nov 01, 2022 | 11:18 AM

গান্ধীনগর: এ বছরই ডিসেম্বরে বিধানসভা নির্বাচন মোদী-শাহের রাজ্যে (Gujarat Election 2022)। আর তার জন্য এখন থেকেই ঘুঁটি সাজাতে শুরু করেছে একাধিক রাজনৈতিক দল। দিল্লি থেকে একাধিকবার গুজরাটে ছুটে গিয়েছেন আম আদমি পার্টি নেতা অরবিন্দ কেজরীবাল। হাত গুটিয়ে বসিয়ে নেই বিজেপিও। সম্প্রতি গুজরাটভূমে একাধিক শিল্প কর্মসূচির উদ্বোধন করেছেন মোদীও। ভোটের দিনক্ষণ ঘোষণা না হলেও জোর কদমে চলছে জনসংযোগ ও প্রচার। এই আবহেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের (Union Home Ministry) তরফে গুজরাটবাসীর জন্য বড় চমকের ঘোষণা করা হল।

ভোটমুখী গুজরাটের জন্য বড় ধরনের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে গুজরাটে আসা অমুসলিমদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হিন্দু,বৌদ্ধ,শিখ,জৈন, পারসি ও খ্রিস্টানদের ভারতীয় নাগরিকত্ব আইন,১৯৫৫ অনুযায়ী এই নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে। পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান- এই তিন দেশ থেকে এসে গুজরাটের মেহসানা ও আনন্দ জেলায় বহু অমুসলিম বাস করছেন। ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এই তিন দেশ থেকে যেসব অ-মুসলিমরা এসেছে তাঁদেরই নাগরিকত্ব দিতে চায় নরেন্দ্র মোদীর সরকার।

ভারতীয় নাগরিকত্ব পেতে তাঁদের অনলাইনে আবেদন করতে হবে। সেই সব আবেদন খতিয়ে দেখবেন জেলাশাসক। আবেদন ও জেলাশাসকের রিপোর্ট খতিয়ে দেখে নাগরিকত্ব দেওয়ার বিষয়টি বিবেচনা করবে কেন্দ্র। ভোটের আগে গুজরাটে নাগরিকত্ব কার্যকর করা নিঃসন্দেহে একটা বড় রাজনৈতিক কৌশল বলে মনে করছেন বিভিন্ন মহল। স্বরাষ্ট্রমন্ত্রকের এই সিদ্ধান্ত সম্পর্কে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষকে টিভি৯ বাংলার তরফে প্রশ্ন করা হলে তিনি বলেছেন, ‘গুজরাটে সেতু ভেঙে পড়েছে। বিজেপির চূড়ান্ত অপদার্থতা সামনে চলে এসেছে। সেগুলি থেকে নজর ঘোরাতে এই ধরনের পদক্ষেপ। গুজরাটের সেতুর ঘটনা থেকে নজর ঘোরানোর জন্য এই ধরনের পদক্ষেপের কথা হাওয়ায় ভাসানো হচ্ছে।’