Delhi Factory Fire: দিল্লিতে কারখানায় ভয়াবহ আগুনে মৃত ২, ঘটনাস্থলে দমকলের ১০ টি ইঞ্জিন

Delhi Factory Fire: দিল্লিতে জুতোর কারখানায় ভয়াবহ আগুন। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ২ ।

Delhi Factory Fire: দিল্লিতে কারখানায় ভয়াবহ আগুনে মৃত ২, ঘটনাস্থলে দমকলের ১০ টি ইঞ্জিন
ছবি সৌজন্যে : ANI
Follow Us:
| Edited By: | Updated on: Nov 01, 2022 | 12:08 PM

নয়া দিল্লি: মঙ্গলবার সকালেই বিধ্বংসী আগুন। দিল্লির ইন্ডাস্ট্রিয়াল এলাকায় নরেলায় একটি প্লাস্টিক কারখানায় এদিন সকালে আগুন লাগে। । এই বিধ্বংসী আগুনে এখনও পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। অগ্নিসংযোগের ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১০ টি ইঞ্জিন। তবে কারখানার ভিতরে এখনও অনেকে আটকে রয়েছে বলে অনুমান করা হচ্ছে। তবে এখনও উদ্ধারকাজ চালানো হচ্ছে বলে জানিয়েছেন দিল্লির দমকল দফতর। পুলিশ জানিয়েছে, ২০ জনকে এখনও উদ্ধার করা হয়েছে। বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর মিলেছে।

এদিন সকালেই দিল্লির নরেলায় এক প্লাস্টিক কারখানায় আগুন লাগে। সেখানে উদ্ধারকাজ চালাচ্ছেন দমকলকর্মীরা। দমকলের ১০ টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করছে। পাশাপাশি সেখানে আটকে পড়া ব্যক্তিদেরও বের করে আনা হচ্ছে। আহতদের উদ্ধার করার পরই প্রাথমিক চিকিৎসার জন্য হাসাপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে একজনের দেহ বেশ খানিকটা পুড়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। সংবাদ সংস্থা এএনআই অনুযায়ী, বাকি আহতদের অবস্থা মোটামুটি স্থিতিশীল রয়েছেন।

প্রথমে এই বিল্ডিংয়ের দ্বিতীয় তলে আগুন লাগে। তারপর এই বহুতলের বাকি তলে আগুন ছড়িয়ে পড়ে। সেই আগুন থেকে ২০ জনকে উদ্ধার করে আনা হলেও এখনও বেশ কয়েকজন আটকে রয়েছেন বলে জানা যাচ্ছে।