Rahul Gandhi On Arunachal Boy : ‘নীরবে অপেক্ষা করছেন মোদী’, চিনা সেনার হাতে অরুণাচলের কিশোরের নির্যাতন নিয়ে তোপ রাহুলের

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Feb 03, 2022 | 8:05 PM

Rahul Gandhi : চিনা সেনা ভারতীয় কিশোরের উপর অত্যাচার করেছে। এই ঘটনায় প্রধানমন্ত্রীকে বিঁধলেন রাহুল গান্ধী।

Rahul Gandhi On Arunachal Boy : নীরবে অপেক্ষা করছেন মোদী, চিনা সেনার হাতে অরুণাচলের কিশোরের নির্যাতন নিয়ে তোপ রাহুলের
রাহুল গান্ধী ছবি:PTI

Follow Us

নয়া দিল্লি : এক সপ্তাহের বেশি সময় চিনা সেনাবাহিনীর হাত বন্দি থাকার পর কিছুদিন আগে ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে। মঙ্গলবারই ভারতীয় সেনার এক আধিকারিক জানান, চিনা সেনার হাতে অপহৃত ওই কিশোরকে তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। ছেলেকেও ফিরে পাওয়ার পর মিরাম তারোনের বাবা জানিয়েছিলেন, লাল ফৌজ তাঁর ছেলের উপর অত্যাচার করেছে। অরুণাচলের এই কিশোরকে ইলেকট্রিক শক দেওয়া হয়েছিল। এই ঘটনা নিয়ে এইবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তোপ দাগলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

রাহুল গান্ধী টুইটারে লিখেছেন, “চিন প্রথমে আমাদের ভূখণ্ড দখল করেছিল এবং এখন ভারতীয় নাগরিকদের অপহরণ ও নির্যাতন করছে। নীরবে আচ্ছে দিনের অপেক্ষায় রয়েছেন মোদীজি। লজ্জাজনক!” এর আগেও লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (LAC) ভারত-চিনের মধ্য়ে সীমান্ত বিবাদ প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদীকে নিশানা করেছেন রাহুল গান্ধী। রাহুল গান্ধীর সুরেই সুর মিলিয়েছেন কংগ্রেসের জাতীয় মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা। তিনি টুইটে বিজেপি সরকারকে আক্রমণ করে বলেছেন, “চিনা সেনাবাহিনী আমাদের যুবকদের অপহরণ করে নির্যাতন করে কিন্তু দুর্বল হাঁটুর মোদী সরকার “চুপ” করে রয়েছেন – অপহৃত ছেলের বাবা বা এমনকি অরুণাচলের বিজেপি সাংসদের কথা শুনতে অস্বীকার করেছেন।”

গতকাল সংসদে বক্তৃতায় রাহুল গান্ধী ভারতের বিদেশ নীতি নিয়ে প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করেন। তিনি অভিযোগ করেছেন, “বর্তমান ভারত সরকারের নীতির কারণে চিন ও পাকিস্তান একে অপরের কাছাকাছি এসেছে।” আর আজই মিরাম তারোনের বিষয় নিয়ে ফের প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন রাহুল গান্ধী। প্রসঙ্গত, ৩১ জানুয়ারি মিরাম তারোন তার পরিবারের কাছে ফিরে আসে। তার অপহরণের প্রায় দুই সপ্তাহ পর সে দেশে ফিরতে পেরেছিল। ২৭ জানুয়ারি ভারতীয় সেনার কাছে ফিরিয়ে দেওয়া হয় মিরামকে। চলতি সপ্তাহের সোমবার সিয়ং জেলায় টুটিংয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে পরিবারের হাতে ওই অপহৃত কিশোরকে তুলে দেওয়া হয়।

মিরামের বাবা ওপাং তারন ছেলেকে ফিরে পেয়ে আনন্দ প্রকাশ করলেও, তিনি জানান, গোটা ঘটনায় মিরাম আতঙ্কিত হয়ে পড়েছে, মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে সে। তিনি জানান, পিপলস লিবারেশন আর্মির সেনারা মিরামকে এক সপ্তাহেরও বেশি সময় ধরে চোখ ও হাত-পা বেঁধে ফেলে রেখেছিল। ওপাং তারন বলেন, “ও (মিরাম) এখনও ভীত রয়েছে। ওকে পিঠে লাথি মারা হয়েছিল ও ইলেকট্রিক শকও দেওয়া হয়েছিল প্রথমদিকে। অধিকাংশ সময়ই ওর চোখ বেঁধে রাখা হত এবং বন্দি থাকাকালীম সবসময়ই ওর হাতও বেঁধে রাখা হত। একমাত্র খাওয়ার বা শৌচাগারে যাওয়ার সময়ই হাত-পা খোলা হত। তবে খাবার নিয়ে তাঁকে কোনও কষ্ট দেওয়া হয়নি।”

আরও পড়ুন : Galwan Clash : ‘লজ্জাজনক’, গালোয়ান সংঘর্ষে অংশ নেওয়া PLA কমান্ডারের হাতে অলিম্পিকের মশাল দেখে তোপ আমেরিকার

Next Article