বেঙ্গালুরু: এতদিন পর্যন্ত দেশের যা কিছু উন্নয়ন হয়েছে, তার সুবিধা পেয়ে এসেছেন বিত্তবানরাই। এই প্রথমবার দেশের গরীব মানুষও উন্নয়নের মূল ধারার সঙ্গে যুক্ত হচ্ছেন। শুক্রবার (২ সেপ্টেম্বর) কর্নাটকের উপকূল শহর ম্যাঙ্গালুরু এক জনসভায় এমনটাই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন ভোটমুখী কর্নাটককে প্রায় ৩,৮০০ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্প উপহার দিলেন প্রধানমন্ত্রী। এর মধ্যে রয়েছে বিভিন্ন যান্ত্রিকীকরণ এবং শিল্পায়ন প্রকল্প।
এদিন কোচিতে ভারতের প্রথম দেশীয়ভাবে তৈরি বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্তের যাত্রার সূচনা করার পর, দুপুর ২টো বেজে ১০ মিনিট নাগাদ ম্যাঙ্গালুরুতে এসে পৌঁছান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীকে স্বাগত জানান কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। এরপর প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে তিনি পানাম্বুরে নিউ ম্যাঙ্গালুরু পোর্ট অথরিটি-র প্রাঙ্গণ পরিদর্শন করেন। সেখানে তিনি এদিন নিউ ম্যাঙ্গালুরু বন্দর কর্তৃপক্ষের ১৪ নম্বর বার্থের যান্ত্রিকীকরণের জন্য ২৮০ কোটি টাকার একটি প্রকল্প চালু করেন। এছাড়া বন্দর কর্তৃপক্ষের নেওয়া প্রায় ১০০০ কোটি টাকার পাঁচটি প্রকল্পের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন।
এরপর তিনি যান বাংরা কুলুরুতে গোল্ডফিঞ্চ সিটি মাঠে। সেখানে বিজেপি কর্মীরা-সহ বিশাল সংখ্যক জনতা উপস্থিত ছিলেন। গোল্ডফিঞ্চ সিটি গ্রাউন্ডের জনসভায় ভাষণ দিতে গিয়ে মোদী বলেন, “স্বাধীনতার পর এমন এক পরিস্থিতি তৈরি করা হয়েছিল, যাতে বিকাশের লাভ শুধুমাত্র সম্পন্ন ব্যক্তিরাই পেতেন। প্রথমবার বিকাশের লাভের সঙ্গে যুক্ত করা হয়েছে আর্থিরভাবে পিছিয়ে থাকা মানুষদেরও। যাদের আর্থিক অবস্থার জন্য ছোট মনে করে ভুলিয়ে দেওয়া হয়েছিল, আমাদের সরকার তাদেরও পাশে দাঁড়িয়েছে। ছোট কৃষক, ছোট ব্যবসায়ী, মৎস্যজীবী, ঠেলাওয়ালার মতো মানুষদের দেশের বিকাশের লাভ পেতে শুরু করেছেন।”
এদিন প্রধানমন্ত্রী মোদী তাঁর ভাষণে, কীভাবে ‘মেক ইন ইন্ডিয়ার’ সাফল্য এবং রপ্তানি বৃদ্ধি দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, তাও ব্যাখ্যা করেন। তিনি বলেন, “নতুন ভারত হল নতুন সুযোগের দেশ। আইএনএস বিক্রান্তের যাত্রা শুরু সমস্ত নাগরিকের জন্য একটি গর্বের মুহূর্ত। আমরা ম্যাঙ্গালুরুতে ৩৭০০ কোটি টাকার বিভিন্ন শিল্প প্রকল্প চালু করেছি। এই প্রকল্পগুলি ব্যবসা করার সহজতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ব্যবসা-বাণিজ্যকে শক্তিশালী করতে সহায়তা করবে। এক জেলা এক পণ্য কর্মসূচির মাধ্যমে, আমরা কর্ণাটকের কারিগরদের সামনে বড় বাজারের সম্ভাবনা উন্মুক্ত করে দিয়েছি। মেক ইন ইন্ডিয়ার সাফল্য, এবং রপ্তানি বৃদ্ধি ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উন্নয়ন। একে সমর্থন করার জন্য আমরা আরও ভাল পরিকাঠামো তৈরি করছি। আজ ভারত অত্যাধুনিক পরিকাঠামোর উন্নয়নের দিকে মনোনিবেশ করছে। কারণ এটাই উন্নত ভারত গড়ার একমাত্র রাস্তা। পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে আমরা নতুন কর্মসংস্থান এবং নতুন সুযোগও তৈরি করতে পারি।”