AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Modi on Ukraine Crisis: কার পাশে থাকবে ভারত? ইউক্রেনে যুদ্ধের শুরুর পর উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী

Russia Ukraine War: ইউক্রেনের বিভিন্ন শহরে ইতিমধ্যেই রাশিয়ান সেনা হামলা করেছে। রাশিয়ার মিসাইল হামলাতে নাজেহাল দক্ষিণ ইউরোপের এই দেশ পাশাপাশি ইউক্রেনের উপকুলে রাশিয়ান সেনাবাহিনী ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে এমনটাই জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

Modi on Ukraine Crisis: কার পাশে থাকবে ভারত? ইউক্রেনে যুদ্ধের শুরুর পর উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী
গ্রাফিক্স: টিভি৯ বাংলা
Follow Us:
| Edited By: | Updated on: Feb 24, 2022 | 7:28 PM

নয়া দিল্লি: বেশ কিছুদিন ধরেই রাশিয়া-ইউক্রেন সংঘাত (Russia-Ukraine Conflict) নিয়ে উত্তপ্ত আন্তর্জাতিক রাজনীতি। আমেরিকা সহ প্রথম বিশ্বের বেশ কিছু দেশে আশঙ্কা প্রকাশ করেছিল যে ইউক্রেন দখল করতে আক্রমণ চালাতে পারে রুশ সেনাবাহিনী। জল্পনা জোরাল করে ইউক্রেন সীমান্তে সেনা মোতায়েন করেছিল রাশিয়া সাময়কি পিছু হটলেও যাবতীয় জল্পনা সত্যি করে ইউক্রেনে আক্রমণ করেছে রাশিয়া। ইতিমধ্যেই অনেক প্রাণও হারিয়েছেন। শয়ে শয়ে মানুষ ইউক্রেন ছেড়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। এই আবহে উচ্চ পর্যায়ের বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। বৃহস্পতিবার সন্ধেয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন মোদী। অর্থমন্ত্রীর সঙ্গে মোদীর এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ কারণ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পেয়েছে। তেলের দাম বৃদ্ধি পেলে স্বাভাবিকভাবেই দ্রব্যমূল্য বৃদ্ধির সম্ভাবনা দেখা দেবে।

ইউক্রেনের বিভিন্ন শহরে ইতিমধ্যেই রাশিয়ান সেনা হামলা করেছে। রাশিয়ার মিসাইল হামলাতে নাজেহাল দক্ষিণ ইউরোপের এই দেশ পাশাপাশি ইউক্রেনের উপকুলে রাশিয়ান সেনাবাহিনী ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে এমনটাই জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশের পরই রাশিয়ার এই আক্রমণ ইউক্রেনের জন্য মারাত্মক হতে পারে বলেই মনে করা হচ্ছে। সীতারামণ ও জানিয়েছেন রাশিয়া ইউক্রেন ইস্যুতে প্রধানমন্ত্রী সঙ্গে তিনি আলোচনা করবেন। ইউক্রেনে রাশিয়ার আক্রমণের প্রভাব শেয়ার বাজারেও পড়েছে। সকালে বেলা বাজার খুলতেই সেনসেক্স ২ হাজার ৭০০ পয়েন্ট পড়েছে।

এর আগে ইউক্রেনের ভারতীয় দূতাবাস জানিয়েছিল, কিয়েভে থেকে ভারতীয়দের বিশেষ বিমানে করে দেশে ফিরিয়ে আনা হবে। কিন্তু সেদেশের বিমানবন্দর বন্ধ থাকায় ভারতীয় বিমান ইউক্রেনে অবতরণ করতে পারেনি। ভারত বর্তমানে অন্য কোনও পথে ভারতীয়দের দেশে ফিরে আনার চেষ্টা করছে বলেই জানা গিয়েছে। সূত্র মারফচ জানা গিয়েছে ভারতীদের দেশে ফিরিয়ে আনতে বিদেশমন্ত্রকেও উচ্চ পর্যায়ের বৈঠক হবে। রাশিয়ান ভাষায় পারদর্শী বেশ কিছু আধিকারিককে ইউক্রেনের ভারতীয় দূতাবাসে পাঠানো হচ্ছে বলেই বিদেশমন্ত্রক সূত্রে খবর। ভারতীয় দূতাবাসের তরফে কিয়েভের দিকে যাওয়া নাগরিকদের সেখানে যেতে নিষেধ করা হয়েছে। মোদী এখন বৈঠকে কী বার্তা দেন সেদিকেই নজর থাকবে সকলের।

আরও পড়ুন Centre on Vijay Mallya: গ্রেফতারি নয়, টাকা ফিরিয়েই সন্তুষ্টি? বিজয় মালিয়াদের নিয়ে তথ্য দিল কেন্দ্র

আরও পড়ুন Ram Rahim: খুন, ধর্ষণে অভিযুক্ত রাম রহিমকে জ়েড প্লাস নিরাপত্তা, কারণ ব্যাখ্যা করলেন মুখ্যমন্ত্রী