World’s Most Popular Leader: ফের বিশ্বের জনপ্রিয় রাষ্ট্রনেতার শিরোপা পেলেন প্রধানমন্ত্রী মোদী
জনপ্রিয়তার তালিকায় মার্কিন প্রেসিডেন্ট জো বিডেনকেও পিছনে ফেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নিউ ইয়র্ক: ফের বিশ্বের জনপ্রিয় রাষ্ট্রনেতার তকমা পেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। জনপ্রিয়তার তালিকায় মার্কিন প্রেসিডেন্ট জো বিডেনকেও (Joe Biden) পিছনে ফেলে দিয়েছেন তিনি। রবিবার প্রকাশিত ‘মর্নিং কনসাল্ট’-এর সমীক্ষা রিপোর্টে এমনই তথ্য প্রকাশ্যে এসেছে। ‘মর্নিং কনসাল্ট’-এর সমীক্ষা রিপোর্টের তালিকায় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা হিসেবে ৭৬ শতাংশ সমর্থন পেয়ে একেবারে শীর্ষস্থান পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও গত বছর তিনি ৭৮ শতাংশ মানুষের সমর্থন পেয়েছিলেন। এবার সমর্থনের হার ২ শতাংশ কমেছে। তালিকায় নরেন্দ্র মোদীর পরে দ্বিতীয় স্থানে রয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ম্যানুয়েল লোপেজ অব্রাডোর। তিনি পেয়েছেন ৬১ শতাংশ সমর্থন। আর জনপ্রিয়তা রাষ্ট্রনেতা হিসাবে মার্কিন প্রেসিডেন্ট (US President) জো বাইডেনের স্থান ষষ্ঠ। তিনি ৪১ শতাংশ সমর্থন পেয়েছেন। কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো (Justin Trudeau) পেয়েছেন অষ্টম স্থান।
মর্নিং কনসাল্ট সূত্রে জানা গিয়েছে, সবচেয়ে পছন্দ ও জনপ্রিয় রাষ্ট্রনেতা কে, সে ব্যাপারে সারা বিশ্বের জনগণের মতামত নেওয়া হয়। চলতি বছরের ২২ শে মার্চ থেকে ২৮ শে মার্চ পর্যন্ত প্রতিদিন বিভিন্ন দেশের প্রায় ২০ হাজার মানুষের মতামত নেওয়া হয়। সেই মতামতের ভিত্তিতেই জনপ্রিয় রাষ্ট্রনেতাদের তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকাটি দেখে নেওয়া যাক একনজরে…
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রনেতা হিসাবে তালিকার শীর্ষে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ৭৬ শতাংশ মানুষের সমর্থন পেয়েছেন। ৬১ শতাংশ মানুষের সমর্থন নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ম্যানুয়েল লোপেজ অব্রাডোর। জনপ্রিয়তার তৃতীয় স্থানে অস্ট্রেলয়ার প্রেসিডেন্ট অ্যান্থোনি অ্যালবাবিজ। তিনি পেয়েছেন ৫৫ শতাংশ সমর্থন। এর পরে রয়েছেন যথাক্রমে সুইৎজারল্যান্ডের প্রেসিডেন্ট আলাইন বারসেট (৫৩ শতাংশ)। আবার ৪৯ শতাংশ সমর্থন পেয়ে একসঙ্গে তালিকার পঞ্চম স্থানে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দে সিলভা এবং ইতালির প্রেসিডেন্ট জর্জিয়া মেলোনি। তাঁর পরে তালিকার ষষ্ঠ স্থানে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (৪১ শতাংশ)। এর পরে রয়েছেন যথাক্রমে বেলজিয়ামের প্রেসিডেন্ট আলেকজান্ডার ডি ক্রু (৩৯ শতাং), কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো (৩৯ শতাংশ) এবং স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো সানচেজ (৩৮ শতাংশ)।
Global Leader Approval: *Among all adults
Modi: 76% López Obrador: 61% Albanese: 55% Meloni: 49% Lula da Silva: 49% Biden: 41% Trudeau: 39% Sánchez: 38% Scholz: 35% Sunak: 34% Macron: 22% *Updated 03/30/23https://t.co/Z31xNcDhTg pic.twitter.com/BUfFdwxEjv
— Morning Consult (@MorningConsult) April 2, 2023