PM Narendra Modi: দুর্নীতি থেকে পরিবারতন্ত্র! ভোপালের কর্মিসভা থেকে বিরোধীদের তীব্র আক্রমণ মোদীর
রাজনীতিতে পরিবারবাদের বিরুদ্ধেও সরব হয়েছেন প্রধানমন্ত্রী মোদী। রাজনীতিতে পরিবারবাদ দেশের ক্ষতি করেছে বলেও দাবি মোদীর। কী ভাবে তা দেশের যুব সমাজের ক্ষতি করে তা নিয়েও বলেছেন তিনি। এ বিষয়ে তাঁর আক্রমণের নিশানায় কংগ্রেস-সহ একাধিক বিরোধী দল।
ভোপাল: মধ্য প্রদেশের ভোপালে একটি ব়্যালিতে অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে গিয়ে বিজেপি কর্মীদের বার্তা দেন তিনি। সেই বার্তায় দুর্নীতি থেকে বিরোধীদের ভূমিকা নিয়ে বিভিন্ন মন্তব্য করেন। দুর্নীতি নিয়ে বলতে গিয়ে মোদী বলেন, “সম্প্রতি রাজনীতির আঙিনায় একটি শব্দ খুব ঘুরপাক খাচ্ছে, তা হল ‘গ্যারান্টি’। বিজেপি কর্মীদের প্রধান দায়িত্ব হল বিরোধীদের গ্যারান্টিকে ছড়িয়ে দেওয়া। বিরোধী দলরা দুর্নীতির গ্যারান্টি দেয়। তারা লক্ষ কোটি টাকার দুর্নীতি নিশ্চিত করে। কিছু দিন আগেই বিরোধীদের জনপ্রিয় নেতারা মিলিত হয়েছিলেন। তাঁরা ন্যূনতম ২০ লক্ষ কোটি টাকা দুর্নীতির গ্যারান্টি দিয়েছেন। আমিও গ্যারান্টি দিচ্ছি, গরিবদের টাকা লুটে নেওয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।”
সামাজিক উন্নয়নের বিষয়টি যে তাঁর সরকারের সবথেকে বড় লক্ষ্য, সে কথাও জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রসঙ্গে তিনি জল জীবন মিশনের উল্লেখ করেছেন। জল জীবন মিশনের (জেজেএম) অধীনে দেশের ৯ কোটিরও বেশি ট্যাপ ওয়াটার কানেকশন দেওয়া হয়েছে। এ বিষয়ে মোদী বলেছেন, “মধ্য প্রদেশের এমন অনেক জায়গা ছিল যেখানে জলের লাইন ছিল না। এ জন্য মানুষ ওই সব এলাকায় মেয়ের বিয়ে দিতে চাইতেন না। কিন্তু জেএমএম শুরুর পর এ সব এখন অতীত।”
তুষ্টিকরণের রাজনীতির বিরুদ্ধেও এ দিন সরব হয়েছেন মোদী। এ বিষয়ে বিরোধীদের আক্রমণ করে তিনি বলেছেন, “কিছু লোক কেবলমাত্র নিজেদের দলের জন্য ভাল। তাঁরা কাটমানি, কমিশন, দুর্নীতি নিয়েই ব্যস্ত থাকে। কারণ এ সবে বেশি পরিশ্রমের দরকার হয় না। এই পথ তুষ্টিকরণের।” এর পর তিনি সাফ জানিয়ে দিয়েছেন, এই পথে বিজেপি চলে না। তিনি মনে করেন, সন্তুষ্টিকরণে দেশের উন্নতি হয় না।
রাজনীতিতে পরিবারবাদের বিরুদ্ধেও সরব হয়েছেন প্রধানমন্ত্রী মোদী। রাজনীতিতে পরিবারবাদ দেশের ক্ষতি করেছে বলেও দাবি মোদীর। কী ভাবে তা দেশের যুব সমাজের ক্ষতি করে তা নিয়েও বলেছেন তিনি। এ বিষয়ে তাঁর আক্রমণের নিশানায় কংগ্রেস-সহ একাধিক বিরোধী দল। মোদী বলেছেন, “যদি গান্ধী পরিবারের ছেলে ও মেয়েদের উন্নতি চান তাহলে কংগ্রেসকে ভোট দিন। যদি আপনি যাদব পরিবারের ছেলে ও মেয়েদের উন্নতি চান তাহলে সমাজবাদী পার্টিকে ভোট দিন। যদি আপনি লালু পরিবারের ছেলে-মেয়েদের উন্নতি চান তাহলে আরজেডিকে ভোট দিন। যদি আপনি শরদ পাওয়ার পরিবারের উন্নতি চান এনসিপিকে ভোট দিন। যদি আপনি আবদুল্লা পরিবারের উন্নতি চান তাহলে ন্যাশনাল কনফারেন্সকে ভোট দিন। যদি আপনি করুণানিধি পরিবারের ছেলে-মেয়েদের উন্নতি চান ডিএমকে-কে ভোট দিন। যদি আপনি কেসিআর পরিবারের ছেলে-মেয়েদের উন্নতি চান বিআরএস-কে ভোট দিন।” এটা বলার পরই মোদীর মাস্টারস্ট্রোক, “যদি আপনি নিজের ছেলে, মেয়ে ও পরিবারের উন্নতি চান তাহলে বিজেপিকে ভোট দিন।”
কোভিড অতিমারি, ইউক্রেন যুদ্ধের মতো পরিস্থিতিতেও ভারত কী ভাবে মূল্যবৃদ্ধির মোকাবিলা করেছে তা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। এ প্রসঙ্গে ভারতের প্রতিবেশী শ্রীলঙ্কা ও পাকিস্তানের উদাহরণও দিয়েছেন। এমনকি রাজনীতিতে সমাজের সমস্ত স্তরের প্রতিনিধিত্বের উপরেও জোর দিয়েছেন মোদী। জাতপাতের রাজনীতিরও সমালোচনা করেছেন।